weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৭৯% , বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষ, দুই চাচাতো ভাই নিহত

প্রকাশ : ২৪-০২-২০২৫ ১১:১১

ছবি : সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার শৈলাট-কাচিনা সড়কের শৈলাট গ্রামে দুর্ঘটনায় তারা দুজন গুরুতর আহত হন। পরে রাতে তাদের মৃত্যু হয়।

নিহত দুজন হলেন উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামের মজিবর রহমানের ছেলে অনিক মণ্ডল (২৫) ও শামীম আল মামুনের ছেলে রিয়াদ মণ্ডল (২২)। তারা সম্পর্কে চাচাতো ভাই।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিহত দুজনের চাচাতো ভাই মাজেদুর রহমান বলেন, অনিক ও রিয়াদ মোটরসাইকেলে করে শৈলাট থেকে কাচিনায় যাচ্ছিলেন। শৈলাট গ্রামের শিপ্রা গার্মেন্ট কারখানার সামনে দুর্ঘটনাটি ঘটে। সেখানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে অতিক্রম করার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা দুজন সড়কে ছিটকে পড়েন।

অনিককে উদ্ধার করে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতাল ও রিয়াদকে বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রবিবারি রাত সাড়ে ১০টার দিকে রিয়াদ ও রাত ১১টায় অনিকের মৃত্যু হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ডাকসু নির্বাচন নিয়ে পোস্ট, সেই ওসি প্রত্যাহার ডাকসু নির্বাচন নিয়ে পোস্ট, সেই ওসি প্রত্যাহার ভাঙ্গায় অবরোধ চলছে, ঢাকার সঙ্গে ২১ জেলার সড়ক যোগাযোগ বন্ধ ভাঙ্গায় অবরোধ চলছে, ঢাকার সঙ্গে ২১ জেলার সড়ক যোগাযোগ বন্ধ কিরগিজস্তান থেকে দেশে ফিরেছেন ১৮০ বাংলাদেশি কিরগিজস্তান থেকে দেশে ফিরেছেন ১৮০ বাংলাদেশি কুষ্টিয়ায় দুপক্ষের সংঘর্ষে মামা ও ভাগ্নে নিহত কুষ্টিয়ায় দুপক্ষের সংঘর্ষে মামা ও ভাগ্নে নিহত বছরে ২০ হাজার আত্মহত্যা, ৩৫ শতাংশ কিশোরী বছরে ২০ হাজার আত্মহত্যা, ৩৫ শতাংশ কিশোরী