weather ২৫.৯৯ o সে. আদ্রতা ৮৩% , সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
উড়াল সেতুর নিচে ঘুমানো নিয়ে দ্বন্দ্ব

এবার গাজীপুরে ছুরিকাঘাতে যুবক খুন

প্রকাশ : ০৯-০৮-২০২৫ ১১:৩৬

ছবি : সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন হত্যার রেশ কাটতে না কাটতেই শ্রীপুরে ছুরিকাঘাতে খুন হয়েছেন আরেক যুবক। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৮ আগস্ট) রাত ৩টার দিকে শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক। নিহত জুয়েলের (২৫) গ্রামের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট এলাকায় বলে জানা গেছে।

হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে রাকিব (২৫) ও রবিনকে (২৭)। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্ত মাখা ছুরিও।

গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বারিক বলেন, শুক্রবার রাতে মাওনা উড়াল সেতুর নিচে একটি অস্থায়ী চায়ের দোকানের পাশে ঘুমাতে যান কয়েকজন যুবক। সেখানে চটের বিছানায় ঘুমানো নিয়ে নিহত ও গ্রেপ্তারদের মধ্যে বাকবিতণ্ডা হয়। তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে একপর্যায়ে রাকিব তার সঙ্গে থাকা ছুরি দিয়ে জুয়েলের বুকে আঘাত করে। এসময় রাকিবকে বাঁচাতে গেলে রবিনের হাতও কেটে যায়।

পরে স্থানীয়রা জুয়েলকে উদ্ধার করে মাওনা চৌরাস্তার একটি হাসপাতালে নেয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো বলেন, খবর পেয়ে মাওনা চৌরাস্তায় টহলরত পুলিশ দুইজনকে আটক করে। নিহত ও গ্রেপ্তাররা সবাই ভাসমান। তারা মাওনা চৌরাস্তা কেন্দ্রীক বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।

তাদের বিস্তারিত পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও ওসি জানান।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সুপার টাইফুনে পরিণত হলো ফুং-ওং, লাখ মানুষকে সরিয়ে নিল ফিলিপাইন সুপার টাইফুনে পরিণত হলো ফুং-ওং, লাখ মানুষকে সরিয়ে নিল ফিলিপাইন ওভাল অফিসে অনুষ্ঠানের মাঝে ‘ঘুমিয়ে’ পড়লেন ট্রাম্প ওভাল অফিসে অনুষ্ঠানের মাঝে ‘ঘুমিয়ে’ পড়লেন ট্রাম্প টানা অনশনে অসুস্থ তারেক রহমান, চলছে স্যালাইন টানা অনশনে অসুস্থ তারেক রহমান, চলছে স্যালাইন ব্রাজিলে কপ সম্মেলনে অংশ নিচ্ছে সাতক্ষীরার ২ শিশু ব্রাজিলে কপ সম্মেলনে অংশ নিচ্ছে সাতক্ষীরার ২ শিশু তিন দিন ধরে সাগরে ভাসছিল ১৩ জেলে... তিন দিন ধরে সাগরে ভাসছিল ১৩ জেলে...