weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৬১% , রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

এবার ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ফ্রান্স

প্রকাশ : ২৩-০৯-২০২৫ ১১:৩৫

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
এবার ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। এর মধ্য দিয়ে সম্প্রতি একই পদক্ষেপ নেওয়া অনেকগুলো রাষ্ট্রের সঙ্গে যোগ দিল দেশটি। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘে দেওয়া ভাষণে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ বলেন, শান্তির সময় হয়েছে। কোনো কিছুই গাজায় চলমান যুদ্ধকে ন্যায্যতা দিতে পারে না।

গাজা যুদ্ধের দ্বি-রাষ্ট্রীক সমাধানের পরিকল্পনার ওপর দৃষ্টি রেখে জাতিসংঘের সাধারণ পরিষদে ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে আয়োজিত একদিনের শীর্ষ সম্মেলনে মাক্রোঁ ওই ঘোষণা দেন। বিশ্বের উন্নত সাত দেশের সংগঠন জি-৭-এর সদস্য জার্মানি, ইতালি ও যুক্তরাষ্ট্র এই সম্মেলনে যোগ দেয়নি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবারের (২২ সেপ্টেম্বর) এই সম্মেলনে মোনাকো, লুক্সেমবার্গ, মাল্টা এবং বেলজিয়ামও ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।

একই সম্মেলনে অ্যান্ডোরা ও সান মারিনোরও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথা রয়েছে বলে বিবিসি জানিয়েছে।

এর আগে রবিবার (২১ সেপ্টেম্বর) যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়।

গাজায় তীব্র মানবিক সংকট ও পশ্চিম তীরে বসতিস্থাপন নিয়ে ইসরায়েলের ওপর আন্তুর্জাতিক চাপ ক্রমবর্ধমানভাবে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু ইসরায়েল বলছে, এসব স্বীকৃতি হামাসকে পুরস্কৃত করবে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসসহ ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোর যোদ্ধারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আক্রমণ চালিয়ে প্রায় এক হাজার ২০০ জনকে হত্যা ও ২৫১ জনকে ধরে নিয়ে জিম্মি করে রাখে।

প্রতিশোধ হিসেবে ওই দিন থেকেই হামাস নিয়ন্ত্রিত ফিলিস্তিনি ছিটমহল গাজায় ভয়াবহ প্রতিশোধমূলক হামলা শুরু করে ইসরায়েল।

তারপর থেকে প্রায় দুই বছর ধরে চলা ইসরায়েলি হামলায় গাজায় ৬৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এখন ইসরায়েলি বাহিনী গাজা ভূখণ্ডের সবচেয়ে বড় শহর গাজা সিটির নিয়ন্ত্রণ নেওয়ার জন্য স্থল হামলা চালিয়ে যাচ্ছে। গাজা নগরীতে প্রায় ১০ লাখ মানুষ বসবাস করতো আর গত মাসে সেখানে একটি দুর্ভিক্ষ শুরু হয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

টানা অনশনে অসুস্থ তারেক রহমান, চলছে স্যালাইন টানা অনশনে অসুস্থ তারেক রহমান, চলছে স্যালাইন ব্রাজিলে কপ সম্মেলনে অংশ নিচ্ছে সাতক্ষীরার ২ শিশু ব্রাজিলে কপ সম্মেলনে অংশ নিচ্ছে সাতক্ষীরার ২ শিশু তিন দিন ধরে সাগরে ভাসছিল ১৩ জেলে... তিন দিন ধরে সাগরে ভাসছিল ১৩ জেলে... যুক্তরাষ্ট্র সফরে আল-শারা, হবে ট্রাম্পের সঙ্গে বৈঠক যুক্তরাষ্ট্র সফরে আল-শারা, হবে ট্রাম্পের সঙ্গে বৈঠক বিবিসি একটি প্রোপাগান্ডা মেশিন, বললেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি বিবিসি একটি প্রোপাগান্ডা মেশিন, বললেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি