weather ২৩.৯৯ o সে. আদ্রতা ৭৮% , রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঘরের কাজ করে দিচ্ছে কুকুর প্রমিস

প্রকাশ : ২২-০১-২০২৫ ১১:৩৭

ছবি : সংগৃহীত

পিপলসনিউজ ডেস্ক
ঘরের কাজ করতে করতে হাপিয়ে উঠেছেন? ভাবছেন একজন সাহায্যকারী থাকলে ভালো হতো। কুকুর হতে পারে আপনার সহায়তাকারী। প্রমিস নামে একটি কুকুর রোজই এসব কাজ করে। প্রমিস, দুই বছর বয়সী একটি অস্ট্রেলিয়ান শেফার্ড।

সম্প্রতি কুকুরটির ঘরের ছোটখাটো কাজ থেকে শুরু করে অন্য অনেক কাজ করার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ৮ জানুয়ারি ইনস্টাগ্রামে প্রমিসের একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওতে প্রমিসকে ঘরের সব কাজ করতে দেখা যায়। ভিডিওর শুরুতে দেখা যায়, প্রমিস ঘরের প্রধান দরজায় তার মালিক মেরিকে বিদায় জানাচ্ছে। 

এরপর দরজা বন্ধ করে সে ঘরের কাজ করা শুরু করে। প্রথমে প্রমিসকে বিছানা গোছাতে দেখা যায়। এরপর বিড়ালছানাদের খাবার দিতে, ময়লা কাপড় গুছিয়ে সেগুলো ওয়াশিং মেশিনে দিতে, এঁটো বাসনপত্র ডিসওয়াশারে দিতে, ময়লা ফেলতে এবং ঘর পরিষ্কার করতে দেখা যায়। এরপর মেরি বাড়িতে ফিরে এলে প্রমিস দরজা খুলে দেয়।

ভিডিওটির শিরোনাম ‘আ ডে ইন দ্য লাইফ অব আ স্টে অ্যাট হোম হাউস ডগ’। এখন পর্যন্ত ৩২ কোটি ৭০ লাখের বেশিবার ভিডিওটি দেখা হয়েছে। ভিডিওর ক্যাপশনে মেরি লিখেছেন, ‘মজা করলাম, আমি বাড়িতে বসেই কাজ করি। প্রমিস ও আমি দুজনে মিলে একসঙ্গে ঘরের কাজ করি এবং বলতে গেলে আমরা প্রায় কখনোই একা একা বাড়ির বাইরে যাই না।’

প্রমিসকে কীভাবে প্রশিক্ষণ দিয়ে ঘরের কাজে এতটা দক্ষ করে তোলা হয়েছে, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। অনেকে প্রমিস ও মেরির প্রশংসা করেন।
একজন লিখেছেন, ‘আপনি ওকে সিনেমায় নামাতে পারেন। ও দারুণ প্রশিক্ষণ নিয়েছে।’

আরেকজন মজা করে লেখেন, ‘আমি আমার কুকুরকে এটি দেখিয়েছিলাম এবং সে বাইরে চলে গেছে।’ কয়েক বছর ধরে মেরি বাড়িতে বসেই কাজ (ওয়ার্ক ফ্রম হোম) করেন। মেরি নিয়মিত প্রমিস এবং তার অন্যান্য পোষা প্রাণীর সঙ্গে নানা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। মেরির পোস্ট করা প্রতিটি ভিডিও ১০ লাখের বেশিবার দেখা হয়েছে।

তথ্যসূত্র: গালফ নিউজ।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ ‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই