weather ২২.৯৯ o সে. আদ্রতা ৭৮% , মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ : ২৮-০৬-২০২৫ ১৫:৫৮

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে স্বামীর সঙ্গে অভিমান করে দুই গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। মরদেহ দুটি উদ্ধারের পর পুলিশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মারা যাওয়া দুই গৃহবধূ হলেন, কদমতলী থেকে উদ্ধার হওয়া কারিনা (২২) ও কলাবাগান থেকে উদ্ধার হওয়া রুনা আক্তার মিম (২৫)। তারা দুজনই গৃহিণী। 

মরদেহের সুরতহাল প্রতিবেদনে কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌসী আক্তার উল্লেখ করেন, কারিনার বাবার নাম ইকবাল হোসেন। তার বাড়ি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ। স্বামীর সঙ্গে থাকতেন কদমতলীর হাজী লাল মিয়া সরদার রোডের একটি বাড়ির ষষ্ঠ তলায়। স্বামী শহিদুল ইসলামের সঙ্গে পারিবারিক বিষয়াদি নিয়ে ঝগড়ার পর শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় ওই বাসায় ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস নেন তিনি। খবর পেয়ে শুক্রবার রাতে ওই বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

অপরদিকে, কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) অজয় কুমার কুন্ডু উল্লেখ করেন, রুনার বাবার নাম মৃত আসাদ সরকার। বাড়ি খুলনার ডুমুরিয়া। স্বামীর নাম সজিব রহমান। বর্তমানে থাকতেন দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদ এলাকায়। তবে স্বামীর সঙ্গে ঝগড়াঝাটির কারণে শুক্রবার কলাবাগান আল আমিন রোডের একটি বাড়ির চতুর্থ তলায় মায়ের বাসায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি। রাতে স্বজনদের মাধ্যমে খবর পেয়ে ওই বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

পুরান ঢাকায় গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী মামুন: পুলিশ পুরান ঢাকায় গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী মামুন: পুলিশ ঢাকার দুই স্থানে ককটেল বিস্ফোরণ ঢাকার দুই স্থানে ককটেল বিস্ফোরণ কপ-৩০ সম্মেলন শুরু আজ : দুটি প্রশ্নের উত্তর খুঁজবেন জলবায়ুকর্মীরা কপ-৩০ সম্মেলন শুরু আজ : দুটি প্রশ্নের উত্তর খুঁজবেন জলবায়ুকর্মীরা মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষে সংঘর্ষে গুলিতে যুবক নিহত, আহত এক মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষে সংঘর্ষে গুলিতে যুবক নিহত, আহত এক গোপালগঞ্জে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২ গোপালগঞ্জে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২