weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৯% , বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
জরুরি অবতরণ

ঢাকা থেকে উড্ডয়নের পর তার্কিশ এয়ারলাইন্সের ইঞ্জিনে আগুন

প্রকাশ : ২০-০৫-২০২৫ ১১:৫৯

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ইঞ্জিনে আগুন লাগার (স্পার্ক) ঘটনা ঘটেছে। তবে পাইলটের তাৎক্ষণিক সিদ্ধান্তে বিমানটি নিরাপদে জরুরি অবতরণ করতে সক্ষম হয়। ফ্লাইটটিতে মোট ২৯০ জন যাত্রী ছিলেন, যারা সবাই নিরাপদে রয়েছেন।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (২০ মে) সকাল ৭টার দিকে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, তার্কিশ এয়ারলাইন্সের TK-713 ফ্লাইটটি (এয়ারবাস A330-303) তুরস্কের ইস্তাম্বুল অভিমুখে যাত্রা করছিল। উড্ডয়নের প্রায় ১৫ মিনিট পর পাইলট বিমানের একটি ইঞ্জিনে স্পার্ক দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি বিমানটি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন।

নিরাপদে জরুরি অবতরণ নিশ্চিত করতে বিমানটি প্রায় দেড় ঘণ্টা আকাশে চক্কর দিয়ে জ্বালানি খরচ করে। পরে সকাল ৮টা ১৫ মিনিটে এটি শাহজালাল বিমানবন্দরে সফলভাবে অবতরণ করে।

গ্রুপ ক্যাপ্টেন রাগীব সামাদ বলেন, পাইলট বিমানের একটি ইঞ্জিনে স্পার্ক দেখতে পান, যা বার্ড হিটের কারণে হয়ে থাকতে পারে। পাইলট দ্রুত সিদ্ধান্ত নিয়ে বিমানবন্দরে ফিরে আসেন। আল্লাহর রহমতে, সব যাত্রী নিরাপদে আছেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের প্লেন থেকে অফলোড করে নিরাপদে হোটেলে পাঠানো হয়েছে। এয়ারলাইন্স কর্তৃপক্ষ পরবর্তী ফ্লাইটের জন্য প্রস্তুতি নিচ্ছে।

এর আগে ১৬ মে, কক্সবাজার থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বাম পাশের ল্যান্ডিং গিয়ারের চাকা খুলে নিচে পড়ে যায়। তবে দক্ষতার সঙ্গে পাইলট বিমানটি নিরাপদে অবতরণ করাতে সক্ষম হন। ওই ফ্লাইটে ৭১ জন যাত্রী ছিলেন, যার মধ্যে শিশুও ছিল।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

স্বাস্থ্যের আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল মিঠু গ্রেপ্তার স্বাস্থ্যের আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল মিঠু গ্রেপ্তার ‘এইটা ডাকসু না, এক্কেবারে হিজাবসু’ ‘এইটা ডাকসু না, এক্কেবারে হিজাবসু’ এবার ইয়েমেনে ইসরায়েলের বিমান হামলা, নিহত ৩৫ এবার ইয়েমেনে ইসরায়েলের বিমান হামলা, নিহত ৩৫ বঙ্গোপসাগরের সেন্টমার্টিন উপকূলে ৪০ জেলেকে অপহরণ আরাকান আর্মির বঙ্গোপসাগরের সেন্টমার্টিন উপকূলে ৪০ জেলেকে অপহরণ আরাকান আর্মির দেশে ফিরতে নেপালের ত্রিভুবন এয়ারপোর্টে জামালরা দেশে ফিরতে নেপালের ত্রিভুবন এয়ারপোর্টে জামালরা