তাসকিনের বিরুদ্ধে করা জিডি প্রত্যাহার করলেন বন্ধু
প্রকাশ : ৩১-০৭-২০২৫ ১২:২৩

ছবি : সংগৃহীত
ক্রীড়া প্রতিবেদক
জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে করা মারধরের অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন তার শৈশববন্ধু সিফাতুর রহমান সৌরভ। এর আগে অভিযোগ ৪৮ ঘণ্টার জন্য মুলতবি রাখার আবেদন করেছিলেন তিনি।
গত ২৮ জুলাই রাতে রাজধানীর মিরপুরের সনি সিনেমা হলের সামনে তাসকিন তাকে ডেকে নিয়ে ঘুষি মারেন ও হুমকি দেন, এমন অভিযোগে মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন সৌরভ। তবে তাসকিন শুরু থেকেই অভিযোগ অস্বীকার করেন।
পরে দুই পক্ষের পরিবারের উপস্থিতিতে বৈঠকে বসে বিষয়টি মীমাংসা হয় এবং মুচলেকা নেওয়ার পর অভিযোগ তুলে নেওয়া হয়।
তাসকিনের বিরুদ্ধে অভিযোগ তোলা বন্ধু সিফাতুর রহমান সৌরভ গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, দুই পরিবার মিলে মুচলেকার পর অভিযোগ তুলে নেওয়া হয়েছে। মিউচুয়াল হয়ে গেছে এখন। বন্ধুদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। সেখান থেকেই (ঝামেলার) সূত্রপাত হয়। এর আগে আমি সরি বলিনি, অভিযোগও তুলে নিইনি। আজকে আমরা পারিবারিকভাবে মিলে সমাধান করা হয়েছে। অভিযোগ দেওয়ার পরে তাসকিন ও তার পরিবারের সঙ্গে কথা হয়। তাসকিনের বাবা সম্পর্কের দিক থেকে আমার নানা হয়। আমাদের পরিবার থেকেও বসা হয়। আজকে (সমাধান হয়েছে)। যদি আগে সমাধান করা যেত তাহলে তখনই (শুরুতে) হত। তখন পরিস্থিতি ছিল না।
সৌরভের খালা ঝুমা খান জানান, ওর নিরাপত্তার জন্যই অভিযোগটা করা হয়েছিল। যাতে ভবিষ্যতে এমনটা না হয়। এটাই অঙ্গীকার করা হয়েছে। ভবিষ্যতে আর এই ধরনের অকারেন্স হবে না। সবাইকে অশেষ ধন্যবাদ, সত্যের সঙ্গে আছেন তাই গর্বিত।
এর আগে অভিযোগ ওঠার পর তাসকিন বলেছিলেন, এটা আসলে ভিত্তিহীন খবর। আমার আরেক বন্ধুর সঙ্গে ঝগড়া হয়েছিল অন্য জনের। দুজনই আমার বন্ধু, সে আমার নামটা বলে ফেলেছে, আমার সঙ্গে কোনো ঝগড়াই হয়নি ওর। সবাইকে অনুরোধ, গুজবে বিভ্রান্ত হবেন না। এটা আমার, আমার পরিবার ও আমার বন্ধুর জন্য সম্মানজনক না।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com