weather ২৩.৯৯ o সে. আদ্রতা ৮৮% , সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দেরি হওয়ার আগেই গাজায় যান, পোপকে বললেন ম্যাডোনা

প্রকাশ : ১৩-০৮-২০২৫ ১৬:২৬

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
ফিলিস্তিনের গাজায় গিয়ে শিশুদের রক্ষার জন্য পোপ লিও’র প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্বখ্যাত পপ তারকা ম্যাডোনা। তিনি বলেন, দয়া করে গাজায় যান এবং দেরি হওয়ার আগেই আলো ছড়িয়ে দিন শিশুদের মাঝে।’

মঙ্গলবার (১২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান পপ তারকা। তার ছেলে রকো’র জন্মদিন উপলক্ষে ম্যাডোনা বলেন, একজন মা হিসেবে তাদের যন্ত্রণা দেখতে পারি না। পৃথিবীর সব শিশু আমাদের সবার সন্তান।

ইনস্টাগ্রামে দেওয়া ওই পোস্টে পোপকে গাজা সফরে যাওয়ার অনুরোধ করেন মার্কিন এই সঙ্গীতশিল্পী। আরো দেরি হওয়ার আগেই যেন গাজায় যান তিনি এবং উপত্যকার শিশুদের কাছে আলো পৌঁছে দেন তার আহ্বান জানান। তিনি বলেন, আপনি আমাদের মধ্যে একমাত্র যিনি গাজায় প্রবেশ করতে বাধা পাবেন না।’

গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকেই ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে যাচ্ছেন ম্যাডোনা। এর আগে, একাধিকবার মঞ্চে আবেগঘন মন্তব্য করতেও শোনা যায় তাকে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। দখলদারদের নিষ্ঠুরতায় প্রায় ৬১ হাজার ৫০০ জনের মৃত্যু হয়েছে। এই সামরিক অভিযান গাজার অবস্থা বিধ্বস্ত করেছে এবং সেখানে অভূতপূর্ব খাদ্য সংকট সৃষ্টি করেছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সুপার টাইফুনে পরিণত হলো ফুং-ওং, লাখ মানুষকে সরিয়ে নিল ফিলিপাইন সুপার টাইফুনে পরিণত হলো ফুং-ওং, লাখ মানুষকে সরিয়ে নিল ফিলিপাইন ওভাল অফিসে অনুষ্ঠানের মাঝে ‘ঘুমিয়ে’ পড়লেন ট্রাম্প ওভাল অফিসে অনুষ্ঠানের মাঝে ‘ঘুমিয়ে’ পড়লেন ট্রাম্প টানা অনশনে অসুস্থ তারেক রহমান, চলছে স্যালাইন টানা অনশনে অসুস্থ তারেক রহমান, চলছে স্যালাইন ব্রাজিলে কপ সম্মেলনে অংশ নিচ্ছে সাতক্ষীরার ২ শিশু ব্রাজিলে কপ সম্মেলনে অংশ নিচ্ছে সাতক্ষীরার ২ শিশু তিন দিন ধরে সাগরে ভাসছিল ১৩ জেলে... তিন দিন ধরে সাগরে ভাসছিল ১৩ জেলে...