weather ৩০.৯৯ o সে. আদ্রতা ৭০% , সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নারীদের কোপায় টানা পঞ্চম শিরোপা ব্রাজিলের

প্রকাশ : ০৩-০৮-২০২৫ ১০:৩০

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
নারীদের ফুটবলে এমন থ্রিলার ম্যাচ দেখতে হলে ভক্তদের অনেকদিন অপেক্ষা করতে হবে। কেননা নারীদের কোপা আমেরিকার ফাইনাল ম্যাচের পুরোটা সময়েই ছিল চরম উত্তেজনা, হাড্ডাহাড্ডি লড়াই। নির্ধারিত সময়ে ৩-৩ এবং অতিরিক্ত ৩০ মিনিট পর ৪-৪ সমতায় ছিল ব্রাজিল ও কলম্বিয়ার লড়াই।

রুদ্ধশ্বাস এই ফাইনালের ফল নির্ধারণ হয়েছে টাইব্রেকারে। যেখানে কলম্বিয়াকে হারিয়ে নবমবারের মতো কোপার শিরোপা জিতলেন ব্রাজিলের মেয়েরা। এরই সঙ্গে ছেলেদের পর এবার মেয়েদের এই মহাদেশীয় মঞ্চেও স্বপ্নভঙ্গ হলো কলম্বিয়ার। এখন পর্যন্ত অনুষ্ঠিত হওয়া নারী কোপার ১০টি আসরের মধ্যে ৯টিতেই চ্যাম্পিয়ন হলো ব্রাজিলিয়ান মেয়েরা। কেবল একবার এই শিরোপা জিতেছে আর্জেন্টিনা, ২০০৬ সালে ব্রাজিলকে হারিয়ে।

ইকুয়েডরের ইকুয়েডরের কুইটো শহরের রদ্রিগো পাজ এলগাদো স্টেডিয়ামে শনিবার (২ আগস্ট) মধ্যরাতে ফাইনালের মহারণে নেমেছিল ব্রাজিল-কলম্বিয়া। এই ম্যাচের পরতে পরতে ছিল রোমাঞ্চ। নির্ধারিত ৯০ মিনিটে প্রতিবারই লিড নিয়েছে কলম্বিয়া। এরপর পাল্টা লড়াইয়ে ম্যাচে ফেরে সেলেসাওরা। অতিরিক্ত সময়ের খেলায় ব্রাজিল এগিয়ে গেলেও ছাড় দেয়নি কলম্বিয়ান মেয়েরা। ৪-৪ সমতার পর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে রেকর্ড সর্বোচ্চ চ্যাম্পিয়নদের জয় নিশ্চিত হয়েছে।

এর আগে ৮ গোলের ম্যাচটিতে ব্রাজিলের পক্ষে কিংবদন্তি মার্তা ভিয়েরা জোড়া এবং অ্যাঞ্জেলিনা, আমান্দা একটি করে গোল করেন। বিপরীতে কলম্বিয়ার পক্ষে একবার করে স্কোরশিটে নাম তোলেন লিন্ডা কাইসেদো, মাইরা রামিরেজ ও লেইসি সান্তোস। তাদের আরেকটি গোল আসে ব্রাজিলের টার্সিয়ানের আত্মঘাতী অবদানে। ম্যাচজুড়ে বল দখল ও শটে অবশ্য আধিপত্য ছিল সেলেসাও মেয়েদের। ৬০ বলের পজেশন ছাড়াও ২১ শটের মধ্যে ৯টি লক্ষ্যে রাখে। বিপরীতে কলম্বিয়ার ১৪ শটের ৬টি ছিল লক্ষ্যে।

ম্যাচের শুরুতেই দুই দল সুযোগ তৈরি করলেও ২৫ মিনিটে কলম্বিয়া লিড নেয়। লিন্ডা কাইসেদো এক চমৎকার পাসিং মুভ শেষ করে কাছ থেকে নিখুঁত শটে গোল করে লিড এনে দেন।

ব্রাজিল প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে ১-১ সমতা ফেরায়। অ্যাঞ্জেলিনা পেনাল্টি থেকে গোল করেন।

৬৯ মিনিটে ব্রাজিলের ডিফেন্ডার টার্সিয়ানের দুর্ঘটনাবশত আত্মঘাতী গোল করলে কলম্বিয়া আবারো এগিয়ে যায়। টার্সিয়ানে সাধারণ একটি ব্যাকপাস দেন। কিন্তু গোলকিপার লোরেনা বল ধরতে আগে থেকেই এগিয়ে আসায় সেটি গোল হয়ে যায়।

৮০ মিনিটে গারবেলিনির পাস থেকে গুটিয়ারেস একটি দুর্দান্ত শটে গোল করে আবারো ব্রাজিলকে সমতায় ফেরান (২-২)। কিন্তু এরপর মাত্র ৮ মিনিটের ব্যবধানে কলম্বিয়ার মাইরা রামিরেজ তৃতীয়বারের মতো লিড এনে দেন।

কলম্বিয়া যখন তাদের প্রথম মহাদেশীয় শিরোপার একেবারে কাছাকাছি, তখন বদলি হিসেবে নামা ব্রাজিলের অভিজ্ঞ ফুটবলার মার্তা অতিরিক্ত সময়ের ষষ্ঠ মিনিটে দুর্দান্ত এক গোল করে আবারো সমতা ফেরান (৩-৩)।

১০৫ মিনিটে অ্যাঞ্জেলিনার একটি নিখুঁত ক্রস থেকে মার্তা আবারো গোল করেন। কিন্তু ১১৫ মিনিটে কলম্বিয়ার লেইসি সান্তোস চমৎকার ফ্রি-কিকে স্কোরলাইন ৪-৪ করে দেন।

টাইব্রেকারেও ছিল উত্তেজনার ছোঁয়া। ব্রাজিলের অ্যাঞ্জেলিনা প্রথমে মিস করলে কলম্বিয়া এগিয়ে যায়। কিন্তু পরে মানুয়েলা পাভি ব্যর্থ হন এবং গোলকিপার লোরেনা লেইসি সান্তোসের শট ঠেকিয়ে দেন, ফলে ব্রাজিল আবারো সুবিধাজনক অবস্থানে চলে যায়।

মার্তার কাছে ছিল ম্যাচ জেতানোর সুযোগ। কিন্তু ক্যাথরিন তাপিয়া তার শট রুখে দিলে ম্যাচ গড়ায় সাডেন ডেথে। সেখানে ক্যারাবালির মিস কলম্বিয়ার শিরোপা স্বপ্ন ভেঙে দেয় এবং ব্রাজিলকে নবমবারের মতো চ্যাম্পিয়ন বানায়।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

পতেঙ্গায় ভেসে এলো দুই জেলের মরদেহ, এখনো নিখোঁজ ৬ জন পতেঙ্গায় ভেসে এলো দুই জেলের মরদেহ, এখনো নিখোঁজ ৬ জন দেশে নতুন ভোটার ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ দেশে নতুন ভোটার ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ চট্টগ্রাম বন্দরে ব্রাজিল থেকে আসা কনটেইনারে তেজস্ক্রিয়তা চট্টগ্রাম বন্দরে ব্রাজিল থেকে আসা কনটেইনারে তেজস্ক্রিয়তা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে না সেই আনিসা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে না সেই আনিসা ভোটকেন্দ্রের নিরাপত্তা রক্ষায় পুলিশের জন্য কেনা হবে ৪০ হাজার বডি ক্যামেরা ভোটকেন্দ্রের নিরাপত্তা রক্ষায় পুলিশের জন্য কেনা হবে ৪০ হাজার বডি ক্যামেরা