weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৭৪% , শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

পাওনা টাকা ফেরত না পেয়ে মৃত্যর দিকে যাচ্ছে ব্যবসায়ী শামীম

প্রকাশ : ১১-০২-২০২৫ ১৮:০৭

ফাইল ছবি

পিপলসনিউজ ডেস্ক
রিক্রটিং ব্যবসায়ি শরিফুল মালয়েশিয়ার ২০০ শ্রমিক ভিসা এনে দেয়ার চুক্তিতে ১ কোটি ৩৯ লাখ ১০ হাজার টাকা নিয়ে মালয়েশিয়ায় পালিয়ে আছে। ম্যান পাওয়ার ব্যবসায়ি মো. শামীম মিনা’র কাছ থেকে ২০২৩ সালে শরিফুল এই টাকা গ্রহণ করে। 

এক বছরেও ভিসা এনে দিতে ব্যর্থ হয়ে শরিফুল দুই জন ইউপি চেয়ারমেনের মাধ্যমে তিন দফায় মাত্র ৯ লাখ টাকা ফেরত দিয়ে গত ২৯ আগস্ট, ২০২৪ তারিখে একটি অঙ্গিকার নামা দলিল করে বাকি ১ কোটি ৩০ লাখ ১০ হাজার টাকা ৬ মাসের মধ্যে পরিষেশাধের অঙ্গিকার করে।

এদিকে অঙ্গীকার অনুযায়ী ৬ মাসের মধ্যে ১ কোটি ৩০ লাখ ১০ হাজার টাকা পরিশোধ করার চুক্তি থাকার পরও এ পর্যন্ত শরিফুল ও দুই ইউপি চেয়ারমেনের কেউই শামীম মিনা’র সাথে যোগাযোগ করছেন না। শামিম মিনা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও বারবার ব্যর্থ হচ্ছে।

একদিকে ছয় মাসের সময়সীমার মাত্র এক মাস বাকি আছে। অন্যদিকে মালয়েশিয়া যেতে আগ্রহী মাঠপর্যায়ের শ্রমিকরা  তাদের টাকা ফেরত পাওয়ার জন্য প্রতিনিয়তই মো. শামীম মিনাকে চাপ প্রয়োগ করছে। এ পরিস্থিতিতে শামীম মিনা দিন দিন অসুস্থ্য হয়ে পড়ছে। তার পরিবারের আশংকা দুই দিকের চাপে যে কোনো সময় শামীম মিনার মৃত্যুর মুখে পতিত হতে পারে।

মালয়েশিয়ায় অবস্থানরত রিক্রটিং ব্যবসায়ি শরিফুল জামালপুর জেলা সদর থানার শৈলেরকান্দা গ্রামের ময়নাল হকের পুত্র।


পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদ রবিবার সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদ রবিবার বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ২৫ দশমিক ৪৪ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ২৫ দশমিক ৪৪ বিলিয়ন ডলার ছত্তিশগড়ে অভিযানে ১৬ মাওবাদী গেরিলা নিহত ছত্তিশগড়ে অভিযানে ১৬ মাওবাদী গেরিলা নিহত নাটোরে পুরাতন ডিসি বাংলোতে সংসদ নির্বাচনের ১০০ বস্তা ব্যালট পেপার নাটোরে পুরাতন ডিসি বাংলোতে সংসদ নির্বাচনের ১০০ বস্তা ব্যালট পেপার রবিবার জানা যাবে বাংলাদেশে কবে ঈদ রবিবার জানা যাবে বাংলাদেশে কবে ঈদ