weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৯৪% , শুক্রবার, ১ আগস্ট ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানে এসে জার্মানির অলিম্পিক স্বর্ণজয়ী ডালমেইরার মৃত্যু

প্রকাশ : ৩১-০৭-২০২৫ ১৬:৩২

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
শীতকালীন অলিম্পিকে দুই স্বর্ণজয়ী অ্যাথলেটস লওরা ডালমেইরা পাকিস্তানে পর্বতারোহণে এসে দুর্ঘটনায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৩১ বছর। তিনি বাইথলনে দুটি স্বর্ণসহ সাতটি বৈশ্বিক শিরোপা জিতেছেন।

জার্মান এই অ্যাথলেটসের মৃত্যুর খবর নিশ্চিত করে দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে, পাকিস্তানের কারাকোরাম পর্বতে চড়ার সময় তিনি নিচে পড়ে মারা গেছেন। তার সঙ্গীদের সূত্রে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, উপর থেকে তার ওপর পাথর এসে পড়ায় তিনি নিয়ন্ত্রণ হারান।

লওতার ইমেজ স্বত্ব নিয়ন্ত্রণ করা প্রতিষ্ঠান থেকে এক বিবৃতি দিয়ে বলা হয়েছে, ‘হেলিকপ্টার থেকে যে নমুনা পাওয়া গেছে এবং তার সঙ্গীদের বর্ণনা মতে, দুর্ঘটনায় কবলিত হওয়ার পরপরই তার মৃত্যু হয়েছে। বৈরি আবহাওয়ার কারণে তার মরদেহ উদ্ধার করাও খুব কঠিন হয়ে পড়েছে।’

সংবাদ মাধ্যম জানিয়েছে, পর্বতারোহণ প্রিয় লওরা নাকি আগেই বলে রেখেছিলেন, তিনি কখনো দুর্ঘটনায় পড়ে মারা গেলে যেন তার মরদেহ উদ্ধার করা না হয়। তার শেষ ইচ্ছা পূরণে তার পরিবার ও আত্মীয়স্বজনও মরদেহ উদ্ধার না করার পক্ষে সমর্থন দিয়েছেন।

উপভোগ করছেন না জানিয়ে লওরা ২০১৯ সালেই অ্যাথলেটস থেকে অবসরের ঘোষণা দেন। এরপর পর্বতারোহণের মতো কঠিন জীবন বেছে নেন। শেষ বিদায়ে তার পরিবারের এক সদস্য জানিয়েছেন, লওরা দেখিয়েছে কীভাবে স্বপ্ন ও লক্ষ্যের পেছনে সৎ থেকে ছুটতে হয়।

দুর্ঘটনাটি ঘটেছিল গত সোমবার (২৮ জুলাই) দুপুরে। প্রায় ১৮ হাজার ৭০০ ফুট (পাঁচ হাজার ৭০০ মিটার) উচ্চতায় পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার লাইলা পিকে। এই স্থানটি এতটাই দুর্গম ও বিপজ্জনক যে উদ্ধার অভিযান বন্ধ করে দিতে হয়। ডালমেইরার ক্লাইম্বিং পার্টনার কোনোভাবে নিরাপদে ফিরে এসে সাহায্যের জন্য সংকেত পাঠান। তবে স্থানটি খুবই দুর্গম এবং আবহাওয়া চরমভাবে প্রতিকূল ছিল বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা আরিব আহমেদ মুখতার।

ডালমেইরার টিম থেকে বলা হয়, পাথরধসে ডালমেইরা মারাত্মকভাবে আহত হন এবং উদ্ধারকাজ সম্ভব হয়নি। হেলিকপ্টার দিয়ে পৌঁছানো সম্ভব ছিল না এবং পর্বতের অবস্থান অত্যন্ত দুর্গম। পরবর্তী সময়ে হেলিকপ্টার আকাশ থেকে ওভারফ্লাই করে দেখলেও কোনো জীবনের চিহ্ন মেলেনি।

একটি গ্রাউন্ড রেস্কিউ টিম, যেখানে ছিলেন তিনজন আমেরিকান ও একজন জার্মান পর্বতারোহী, লওরাকে উদ্ধারের চেষ্টা করলেও পাথরধসের ঝুঁকি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মিশন ব্যর্থ হয়। ডালমেইরা জুন মাসের শেষ দিক থেকে পাকিস্তানে ছিলেন এবং ইতোমধ্যে তিনি গ্রেট ট্র্যাঙ্গো টাওয়ার জয় করেছিলেন।

লওরা ডালমেইরা ছিলেন একজন অসাধারণ বায়াথলেট। তিনি সাতটি বিশ্ব চ্যাম্পিয়নশিপ স্বর্ণপদক জিতেছেন। ২০১৮ উইন্টার অলিম্পিকে স্প্রিন্ট ও পারস্যুট— দুই ইভেন্টেই স্বর্ণ জিতে ইতিহাস গড়েন। ২০১৯ সালে মাত্র ২৫ বছর বয়সে অবসর নেন পেশাদার খেলা থেকে। অবসর নেওয়ার পর তিনি জার্মান সম্প্রচার সংস্থা জেডডিএফ-এ ‘বায়াথলন ধারাভাষ্যকার’ এবং একজন প্রশিক্ষিত পর্বতারোহী ও গাইড হিসেবে কাজ করতেন।

তার মৃত্যুতে জার্মানির স্পোর্টস কনফেডারেশন শোক জানিয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, ডিসেম্বরে হবে নির্বাচন মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, ডিসেম্বরে হবে নির্বাচন গাজায় ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারালেন ৭১ ফিলিস্তিনি গাজায় ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারালেন ৭১ ফিলিস্তিনি সেই রিয়াদের আরো একটি বাসার খোঁজ, মিলল প্রায় তিন লাখ নগদ টাকা সেই রিয়াদের আরো একটি বাসার খোঁজ, মিলল প্রায় তিন লাখ নগদ টাকা ডাকসু নির্বাচন: স্বতন্ত্র প্যানেল করতে চান উমামা ফাতেমা ডাকসু নির্বাচন: স্বতন্ত্র প্যানেল করতে চান উমামা ফাতেমা রিয়াদ সোয়া ২ কোটি টাকার চেক নেন সাবেক এমপি থেকে রিয়াদ সোয়া ২ কোটি টাকার চেক নেন সাবেক এমপি থেকে