weather ২৩.৯৯ o সে. আদ্রতা ৮৮% , সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিপাশা বসুর কাছে ক্ষমা চাইলেন ম্রুণাল ঠাকুর

প্রকাশ : ১৫-০৮-২০২৫ ১৯:১১

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
গায়ের রং, শরীর নিয়ে কটাক্ষের শিকার হতে হয়েছে অভিনেত্রী বিপাশা বসুকে। বছর কয়েক আগে বিপাশার নির্মেদ চেহারা দেখে সমালোচনায় মুখর হন এই প্রজন্মের বড় পর্দার অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। যখন সমালোচনা করেন, তখন ম্রুণাল ছোট পর্দায় ধারাবাহিকে কাজ করতেন। তখন এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘ইশ্, এমন পেশিবহুল পুরুষালি চেহারার মেয়েকে কোনো ছেলে পছন্দ করে না।’

সম্প্রতি ম্রুণালের সাক্ষাৎকারের সেই অংশ আবার ‘ভাইরাল’ হতে শুরু করে নেটপাড়ায়। নজর এড়ায়নি বিপাশারও। পরে ম্রুণালের কড়া সমালোচনা করেন তিনি। অন্তর্জালে অনেকেই বিপাশার পক্ষে দাঁড়ান। শেষ পর্যন্ত এক বিবৃতিতে নিজের বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন ম্রুণাল। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের

বিষয়টি নিয়ে ইনস্টাগ্রামে প্রতিক্রিয়া জানান বিপাশা বসু। নারীরা যেন নারীদের পাশে দাঁড়ান— এমন বার্তা দিয়ে তিনি ‘পুরোনো ধ্যানধারণা ভাঙার’ আহ্বান জানান তিনি। তার পোস্ট মুহূর্তেই অনলাইনে ছড়িয়ে পড়ে, ভক্ত ও সংবাদমাধ্যমের নজর কাড়ে।

বিবৃতিতে ম্রুনাল স্বীকার করেন, মন্তব্যটি তিনি করেছিলেন ১৯ বছর বয়সে, যখন অনেক কিছু নিয়েই তার ধারণা ছিল না। নিজের কথার প্রতিক্রিয়া কী হতে পারে, সেটাও ভেবে দেখেননি। তখন সেটিকে হালকা মজার ছলে বলা হলেও এখন বুঝতে পারছেন, এটার ব্যাপক প্রতিক্রিয়া হতে পারে। ম্রুনাল জানান, সময়ের সঙ্গে তিনি শিখেছেন, সৌন্দর্য সব রূপেই মূল্যবান।

নিজের ভুল বুঝতে পারায় অনেকেই অভিনেত্রীর প্রশংসা করেছেন। তবে বিপাশা এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি। ম্রুণালকে সবশেষ দেখা গেছে ‘সন অব সর্দার ২’ সিনেমায়। এতে তার বিপরীতে ছিলেন অজয় দেবগন। ১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি সেভাবে সাড়া ফেলতে পারেনি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সুপার টাইফুনে পরিণত হলো ফুং-ওং, লাখ মানুষকে সরিয়ে নিল ফিলিপাইন সুপার টাইফুনে পরিণত হলো ফুং-ওং, লাখ মানুষকে সরিয়ে নিল ফিলিপাইন ওভাল অফিসে অনুষ্ঠানের মাঝে ‘ঘুমিয়ে’ পড়লেন ট্রাম্প ওভাল অফিসে অনুষ্ঠানের মাঝে ‘ঘুমিয়ে’ পড়লেন ট্রাম্প টানা অনশনে অসুস্থ তারেক রহমান, চলছে স্যালাইন টানা অনশনে অসুস্থ তারেক রহমান, চলছে স্যালাইন ব্রাজিলে কপ সম্মেলনে অংশ নিচ্ছে সাতক্ষীরার ২ শিশু ব্রাজিলে কপ সম্মেলনে অংশ নিচ্ছে সাতক্ষীরার ২ শিশু তিন দিন ধরে সাগরে ভাসছিল ১৩ জেলে... তিন দিন ধরে সাগরে ভাসছিল ১৩ জেলে...