weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৭৪% , বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে রেকর্ড গড়লো ২ সিনেমা

প্রকাশ : ১৬-০৮-২০২৫ ১২:০০

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৪ আগস্ট) মুক্তি পেয়েছে তিনটি আলোচিত ছবি। পশ্চিমবঙ্গে কৌশিক গাঙ্গুলির ‘ধূমকেতু’, বলিউডে অয়ন মুখার্জির ‘ওয়ার ২’, তামিলে লোকেশ কানাগরাজের ‘কুলি’।  তিনটি ছবিই প্রথম দিনে বাজিমাত করেছে। তারমধ্যে দুটি গড়েছে রেকর্ড। 

পশ্চিমবঙ্গে রেকর্ড গড়েছে দেব-শুভশ্রী অভিনীত ‘ধূমকেতু’। এ ছবির মাধ্যমে ১০ বছর পর পর্দায় ফিরেছে এ জুটি।

ছবিটিও প্রায় ১০ বছর পুরোনো। তবে দেব-শুভশ্রী জুটির প্রত্যাবর্তনে আগ্রহের পারদ তুঙ্গে। প্রথম দিনে ছবিটি দুই কোটি রুপির বেশি আয় করেছে, যা পশ্চিমবঙ্গের ছবির ক্ষেত্রে সর্বোচ্চ। শুক্রবার (১৫ আগস্ট) সব শো হাউসফুল গেছে বলে জানিয়েছেন দেব।

এদিকে ‘ওয়ার ২’ দিয়ে প্রথমবার একসঙ্গে পর্দায় হাজির হয়েছেন হৃতিক রোশান ও দক্ষিণ ভারতীয় তারকা জুনিয়র এনটিআর। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ছবি হিসেবে এটি ঘিরেও দর্শকের আগ্রহ প্রবল।

প্রথম দিনে ছবিটি বিশ্বব্যাপী আয় করেছে ৮০ কোটি রুপি। এর মধ্যে ভারতে ৫১ কোটি, যা ‘ওয়ার’ (২০১৯)-এর চেয়ে দুই কোটি কম। ছবিতে আরো আছেন কিয়ারা আদভানি, আশুতোষ রানা প্রমুখ।

অন্যদিকে ‘কুলি’র কেন্দ্রীয় চরিত্রে আছেন রজনীকান্ত। এটি তার চলচ্চিত্র জীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে ট্রিবিউট হিসেবে মুক্তি দেওয়া হয়েছে। প্রথম দিনে ছবিটির বিশ্বব্যাপী আয় ১৫১ কোটি রুপি। যা তামিল ছবির ইতিহাসে সর্বোচ্চ।

দ্বিতীয় দিনেও ছবিটি ঘিরে দর্শকের আগ্রহ বেশ। ছবিটিতে আরো আছেন নাগার্জুনা, আমির খান, শ্রুতি হাসান, উপেন্দ্র প্রমুখ।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

৯ সেপ্টেম্বরেই হবে ডাকসু নির্বাচন : আপিল বিভাগ ৯ সেপ্টেম্বরেই হবে ডাকসু নির্বাচন : আপিল বিভাগ আগস্টে সড়কে ঝরেছে ৫০২ প্রাণ, আহত ১২৩২ : বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আগস্টে সড়কে ঝরেছে ৫০২ প্রাণ, আহত ১২৩২ : বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি ডাকসুর নারী প্রার্থীকে ‘গণধর্ষণের’ হুমকিদাতা আলী হুসেনকে বহিষ্কার করল ঢাবি ডাকসুর নারী প্রার্থীকে ‘গণধর্ষণের’ হুমকিদাতা আলী হুসেনকে বহিষ্কার করল ঢাবি তিয়েনানমেনের প্যারেড : কিম-পুতিনকে নিয়ে যে বার্তা দিলেন সি তিয়েনানমেনের প্যারেড : কিম-পুতিনকে নিয়ে যে বার্তা দিলেন সি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘিরে উত্তেজনা, সুন্দরগঞ্জে ১৪৪ ধারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘিরে উত্তেজনা, সুন্দরগঞ্জে ১৪৪ ধারা