weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৯% , শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মিরপুরে ছিনতাইয়ের প্রস্তুতি, গ্রেপ্তার ২

প্রকাশ : ১২-০১-২০২৫ ১৮:৩৬

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তাররা হলেন- মো. শাকিল (২৩) ও মো. রাব্বী (১৯)। 

রবিবার (১২ জানুয়ারি) মিরপুর-২ এর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে মিরপুর মডেল থানার একটি দল। এ সময় তাদের কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

মিরপুর মডেল থানার বরাত দিয়ে তিনি জানান, মিরপুর মডেল থানার সেকশন-২ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে কতিপয় দুষ্কৃতকারী ছিনতায়ের উদ্দেশে জড়ো হয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় থানার একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় একটি চাকুসহ শাকিল ও রাব্বীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের সহযোগী আরো দুজন দৌড়ে পালিয়ে যায়। 

গ্রেপ্তারদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তাররা বিভিন্ন স্থানে অবস্থান করে ছুরি, চাকু দিয়ে ভয়ভীতি দেখিয়ে জনসাধারণের কাছ থেকে টাকাসহ অন্যান্য মূল্যবান মালামাল হাতিয়ে নিতো। তারা মিরপুরের ওই এলাকায় ছিনতাইয়ের উদ্দেশে একত্র হয়েছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।  

পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

আরো পাঁচদিন বৃষ্টির শঙ্কা, কমবে দিনের তাপমাত্রা আরো পাঁচদিন বৃষ্টির শঙ্কা, কমবে দিনের তাপমাত্রা রাজধানীর শ্যামলীতে ছিনতাই: চাপাতি-বাইকসহ গ্রেপ্তার ৩ রাজধানীর শ্যামলীতে ছিনতাই: চাপাতি-বাইকসহ গ্রেপ্তার ৩ উদীচী সভাপতি বদিউর রহমান মারা গেছেন উদীচী সভাপতি বদিউর রহমান মারা গেছেন ইরাকের শপিংমলে ভয়াবহ আগুনে ৫০ জনের মৃত্যু ইরাকের শপিংমলে ভয়াবহ আগুনে ৫০ জনের মৃত্যু থমথমে গোপালগঞ্জে চলছে কারফিউ, যৌথবাহিনীর হাতে আটক ১৪ থমথমে গোপালগঞ্জে চলছে কারফিউ, যৌথবাহিনীর হাতে আটক ১৪