weather ২৩.৯৯ o সে. আদ্রতা ৮৮% , সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ম্রুণালের কথার জবাব দিলেন বিপাশা বসু

প্রকাশ : ১৪-০৮-২০২৫ ১১:৩৮

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
মা হওয়ার পর শরীরের পরিবর্তন নিয়ে বারবার ট্রোলের শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। সন্তান জন্মের পর তার ওজন কিছুটা বেড়েছে। আর এই নিয়েই নেটদুনিয়ায় কুরুচিকর মন্তব্য করতে ছাড়েননি অনেকেই।

অথচ এক দশক আগে বিপাশার টানটান ফিটনেস ও নির্মেদ শরীর দেখে প্রশংসায় পঞ্চমুখ ছিল ইন্ডাস্ট্রির একাংশ। নিয়মিত শরীরচর্চা, পেশিবহুল বাহু, অথচ বাহুল্যহীন সৌন্দর্য— এমন ছিল তার শরীরচর্চার পরিচয়।

কিন্তু তখনই এক সাক্ষাৎকারে বিপাশার গঠন নিয়ে সমালোচনা করেছিলেন এখনকার জনপ্রিয় অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। তখন তিনি ছোট পর্দায় কাজ করতেন। সাক্ষাৎকারে বলেন, ইশ্, এমন পেশিবহুল পুরুষালি চেহারার মেয়েকে কোনো ছেলে পছন্দ করে না।

বহু বছর আগের সেই মন্তব্য সম্প্রতি ফের ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যা নজর এড়ায়নি বিপাশারও।

ম্রুণাল যখন ভাইরাল হওয়া ভিডিও নিয়ে ‘বন্ধ করুন’ বলে অনুরোধ জানান, তখন বিপাশা দেন তার জবাব। নিজের পেশিবহুল শরীরের প্রশংসা করে তিনি লেখেন, ‘তুমি পেশি বানাও। এটা ভালো হলে দেখতে সুন্দর লাগে। তেমনই মানসিক ও শারীরিকভাবে সুস্থ ও বলিষ্ঠ দেখায়।’

সঙ্গে তিনি আরো লেখেন, ‘আমাদের পুরোনো পিতৃতান্ত্রিক সমাজ মেয়েদের শারীরিকভাবে বলিষ্ঠ দেখতে চায় না।’ তিনি বুঝিয়ে দেন, এই ধরনের মানসিকতা বদলানো দরকার।

বিপাশা বসুর এই স্পষ্ট বক্তব্য ফের একবার ইন্ডাস্ট্রিতে এবং সাধারণ মহলে নারীর শরীর ও সৌন্দর্য সংক্রান্ত দৃষ্টিভঙ্গির ওপর প্রশ্ন তুলেছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সুপার টাইফুনে পরিণত হলো ফুং-ওং, লাখ মানুষকে সরিয়ে নিল ফিলিপাইন সুপার টাইফুনে পরিণত হলো ফুং-ওং, লাখ মানুষকে সরিয়ে নিল ফিলিপাইন ওভাল অফিসে অনুষ্ঠানের মাঝে ‘ঘুমিয়ে’ পড়লেন ট্রাম্প ওভাল অফিসে অনুষ্ঠানের মাঝে ‘ঘুমিয়ে’ পড়লেন ট্রাম্প টানা অনশনে অসুস্থ তারেক রহমান, চলছে স্যালাইন টানা অনশনে অসুস্থ তারেক রহমান, চলছে স্যালাইন ব্রাজিলে কপ সম্মেলনে অংশ নিচ্ছে সাতক্ষীরার ২ শিশু ব্রাজিলে কপ সম্মেলনে অংশ নিচ্ছে সাতক্ষীরার ২ শিশু তিন দিন ধরে সাগরে ভাসছিল ১৩ জেলে... তিন দিন ধরে সাগরে ভাসছিল ১৩ জেলে...