weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৬৯% , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

যাত্রাবাড়ীর সড়কে প্রাণ গেল দম্পতির, মেয়ে আহত হয়ে ঢামেকে

প্রকাশ : ১৭-০২-২০২৫ ১২:১৬

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
ঢাকার যাত্রাবাড়ীতে সড়ক পার হওয়ার সময় পিকআপ ভ্যানের ধাক্কায় এক দম্পতি প্রাণ হারিয়েছেন; আহত হয়েছে তাদের স্কুলপড়ুয়া মেয়ে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে মাতুয়াইলের সাদ্দাম মার্কেটের বিপরীত পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আব্দুল জব্বার ও তার স্ত্রী রুনা আক্তার। তাদের ১৪ বছর বয়সী মেয়ে জুঁই আক্তার গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

তাদের বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামে। তারা ডেমরার কোনাপাড়া এলাকায় বসবাস করতেন।

যাত্রাবাড়ী থানার এসআই মাহমুদুল হাসান ইরফান বলেন, তারা তিনজন গ্রামের বাড়ি যাওয়ার জন্য সকালে বাসা থেকে বের হন। মাতুয়াইল সাদ্দাম মার্কেটের বিপরীত পাশের রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান রুনা খান। 

কাছের একটি হাসপাতালে নেওয়ার পর তার স্বামী আব্দুল জব্বারও মারা যান। জুঁইয়ের বড় বোন জান্নাতুল বলেন, জুঁই বাবা-মায়ের সঙ্গেই ছিল। সে এখন ঢাকা মেডিক্যালে ভর্তি আছে, তার অবস্থা ভালো না।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

বিশ্ববাজারে সোনার দাম তিন হাজার ৭০০ ডলারে উঠতে পারে, গোল্ডম্যান স্যাক্সের পূর্বাভাস বিশ্ববাজারে সোনার দাম তিন হাজার ৭০০ ডলারে উঠতে পারে, গোল্ডম্যান স্যাক্সের পূর্বাভাস ইন্টারপোলে শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন ইন্টারপোলে শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন নিখোঁজের ১৪ ঘণ্টা পর খালে ভেসে উঠলো শিশু সেহলিজের মরদেহ নিখোঁজের ১৪ ঘণ্টা পর খালে ভেসে উঠলো শিশু সেহলিজের মরদেহ চট্টগ্রামে রিকশা নালায় পড়ে ৭ মাসের শিশু তলিয়ে গেল চট্টগ্রামে রিকশা নালায় পড়ে ৭ মাসের শিশু তলিয়ে গেল কঙ্গোয় নৌকাতে আগুন, ১৪৩ মরদেহ উদ্ধার কঙ্গোয় নৌকাতে আগুন, ১৪৩ মরদেহ উদ্ধার