weather ৩৪.৯৯ o সে. আদ্রতা ৫৫% , সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে মধ্যরাতের সড়কে পৃথক দুর্ঘটনায় নিহত ৫

প্রকাশ : ২৯-০৬-২০২৫ ১২:২৭

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর দুই পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (২৮ জুন) দিবাগত মধ্যরাতে উত্তরা ও কাফরুল এলাকায় এসব দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট থানা-পুলিশ।

প্রথম ঘটনায় উত্তরার আজমপুর মোড়ে ট্রাকচাপায় সড়কে দাঁড়িয়ে থাকা তিনজন নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজমপুর মোড়ে সড়কে দাঁড়িয়ে থাকা লোকজনের উপর একটি ট্রাক উঠে গেলে ঘটনাস্থলেই দুজন পুরুষ মারা যান। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরো একজনের মৃত্যু হয়।

তিনি আরো জানান, নিহতদের বিস্তারিত নাম-ঠিকানা জানার চেষ্টা চলছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

দ্বিতীয় ঘটনায় শনিবার রাতেই কাফরুল থানাধীন বিজয় সরণি লিংরোডে মাইক্রোবাসের সঙ্গে দ্রুতগামী একটি মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) জান্নাতুল ফেরদৌস বাদল। তিনি জানান, ট্রিপল নাইন (৯৯৯)-এর ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং অন্যজনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন।

এসআই বাদল আরো জানান, নিহত দুইজনের মাথায় কোনো হেলমেট ছিল না। তাদের পরনে ছিল হাফপ্যান্ট ও গেঞ্জি। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল ও মাইক্রোবাসটি কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে নুরুল হক নুরকে : ঢামেক হাসপাতালের পরিচালক আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে নুরুল হক নুরকে : ঢামেক হাসপাতালের পরিচালক অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে, প্রশ্ন করলেন দেবপ্রিয় ভট্টাচার্য অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে, প্রশ্ন করলেন দেবপ্রিয় ভট্টাচার্য বাংলাদেশের ১৮ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি বাংলাদেশের ১৮ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ৮০০ আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ৮০০