weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৯% , শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে এফআইআর প্রতারিত এক গ্রাহকের

প্রকাশ : ২৭-০৮-২০২৫ ১১:৫৫

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
পর্দায় বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের রসায়নে মুগ্ধ কোটি দর্শক। কিন্তু এবার তারা খবরের শিরোনামে এক ভিন্ন কারণে। ভারতের ভরতপুরের কীর্তি সিং নামের এক ব্যক্তি সরাসরি তাদের বিরুদ্ধে দায়ের করেছেন এফআইআর, আর তাতেই চাঞ্চল্য ছড়িয়েছে চলচ্চিত্রপাড়া থেকে ভক্তমহল সবখানেই।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ২০২২ সালের জুনে কীর্তি সিং একটি হুন্ডাই আলকাজার গাড়ি কেনেন। কয়েক মাসের মধ্যেই সেই গাড়িতে একের পর এক প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। একাধিকবার অভিযোগ জানানোর পরও সমাধান না হওয়ায় প্রতারিত হয়েছেন বলে দাবি করেছেন তিনি।

এই অভিযোগের ভিত্তিতে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন এবং হুন্ডাই-এর ছয় কর্মকর্তার নাম উল্লেখ করে এফআইআর দায়ের হয়েছে ভরতপুরে। তারকাদের নাম এফআইআরে যুক্ত হওয়ার কারণ হিসেবে বলা হয়েছে—তারা ওই গাড়ির প্রচার করেছিলেন।

প্রসঙ্গত, ঘটনাটি সামনে এসেছে এমন এক সময়ে যখন ভারতে ব্র্যান্ড অ্যাম্বাসাডরদের জবাবদিহি নিয়েও চলছে ব্যাপক আলোচনা। বিশেষ করে ভারতের সুপ্রিম কোর্টের এক রায়ে বলা হয়েছিল, সেলিব্রেটিরা যদি কোনো পণ্য সম্পর্কে ভ্রান্ত প্রচার করেন, তবে তাদেরও দায়ী করা যেতে পারে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ আদালতের প্রতি আস্থা নেই বলে জামিন চাননি লতিফ সিদ্দিকী আদালতের প্রতি আস্থা নেই বলে জামিন চাননি লতিফ সিদ্দিকী ‘এবারের নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ’ ‘এবারের নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ’ পদচ্যুত হতে পারেন থাইল্যান্ডের বরখাস্ত প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা পদচ্যুত হতে পারেন থাইল্যান্ডের বরখাস্ত প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, শিক্ষক হাফিজুরসহ ১৬ জন কারাগারে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, শিক্ষক হাফিজুরসহ ১৬ জন কারাগারে