weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৭৪% , রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনা-পুতুলসহ ১৬ জনের নামে মামলা

প্রকাশ : ১২-০১-২০২৫ ১৮:৫৪

সিনিয়র রিপোর্টার
ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে পূর্বাচলে ১০ কাঠা করে ছয়টি প্লট বরাদ্দের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৬ জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)

রবিবার (১২ জানুয়ারি) বিকাল ৫টায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। 

তাদের বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০ এর ১৬১/১৬৩/১৬৪/৪০৯/১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। 

শেখ হাসিনা ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন- তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, একই মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব (প্রশাসন) কাজী ওয়াছি উদ্দিন, সচিব মো. শহীদ উল্লা খন্দকার, রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা, প্রতিষ্ঠানটির সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম, সদস্য (প্রশাসন ও অর্থ) কবির আল আসাদ, সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) তন্ময় দাস ও সাবেক সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ নাসির উদ্দীন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর উর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে নিজ নামে ও তার পরিবারের অন্যান্য সদস্যদের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের কূটনৈতিক জোনের ২০৩ নম্বর রোড থেকে ১০ কাঠা করে মোট ৬০ কাঠার ছয়টি প্লট বরাদ্দ নিয়েছেন। এই অভিযোগের প্রেক্ষিতে, সায়মা ওয়াজেদকে (পুতুল) এক নম্বর আসামি ও শেখ হাসিনাকে ২ নম্বর আসামি উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।


পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

বিবিসি একটি প্রোপাগান্ডা মেশিন, বললেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি বিবিসি একটি প্রোপাগান্ডা মেশিন, বললেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাহানারার যৌন হয়রানির অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি বিসিবির জাহানারার যৌন হয়রানির অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি বিসিবির প্রাথমিক শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু, ৬৫ হাজার স্কুলে ক্লাস বন্ধ প্রাথমিক শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু, ৬৫ হাজার স্কুলে ক্লাস বন্ধ ঢাকাসহ ১৫ জেলায় নতুন ডিসি ঢাকাসহ ১৫ জেলায় নতুন ডিসি ‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ ‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’