weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৭৪% , বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সন্তানকে কতটা স্বাধীনতা দেওয়া উচিত?

প্রকাশ : ১৭-০৮-২০২৫ ১১:৩৫

ছবি : সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক
একটি শিশু জন্মের পর তার খিদা, ঘুম বা চাহিদার কথা ঠিকমতো বোঝাতে পারে না। কান্নার ধরন বুঝে মা বোঝেন তার চাহিদার কথা। সেই সন্তান যখন ধীরে ধীরে বড় হয়, শৈশব পেরিয়ে কৈশোরের দিকে পা বাড়ায়, তখন নিজের মতো করে জীবন কাটাতে চান। অথচ মা-বাবা তাকে আগলে রাখার চেষ্টা করেন।

আর এই আগলে রাখা নিয়ে মা-বাবার সঙ্গে সন্তানের মতবিরোধ তৈরি হয়। তার ফলে সম্পর্কে দূরত্ব তৈরি হয়। মা-বাবা ও সন্তানের মধ্যে দূরত্ব তৈরি হওয়া মোটেও ভালো কাজ নয়। বরং একে অপরের বন্ধু হয়ে ওঠাই প্রয়োজন।

বিশেষজ্ঞদের মতে, সন্তানকে সব সময় বেঁধে রাখার চেষ্টা ঠিক নয়। আবার বেশি স্বাধীনতা পেলে অল্প বয়সে সে ভুল পথে পা বাড়াতে পারে। কৈশোরে ঠিক কতটা স্বাধীনতা দেওয়া উচিত সন্তানকে, তা নিয়ে স্বাভাবিকভাবেই সন্দিহান হয়ে পড়েন মা-বাবা। কারণ, প্রত্যেক কিশোর-কিশোরীর বাস্তববোধ, পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা একরকম নয়।

তাই সন্তানের ধরন অনুযায়ী কতটা স্বাধীনতা দেওয়া উচিত, তা স্থির করা প্রয়োজন।

স্বাধীনতা দেওয়ার আগে সন্তানকে কিভাবে যাচাই করবেন-

স্বাধীনতা দেওয়ার ক্ষেত্রে বয়সই মূল বিষয়। যদি আপনার সন্তান ১৫-১৬ বছর বয়সি হয়, তবে ভুলেও তাকে বেশি রাতে একা বাইরে বের হতে দেওয়া কিংবা লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর স্বাধীনতা দেবেন না। তাকে বুঝিয়ে বলুন, এই স্বাধীনতা পেতে আরো কয়েক বছর অপেক্ষা করতে হবে।

কোনো কিছুর স্বাধীনতা দেওয়ার আগে পরিষ্কার করে কথা বলে নিন। ঠিক যেমন, কখন বাড়ি থেকে বের হবে, কখন ফিরতে হবে, কতক্ষণ সময় সে বন্ধুদের সঙ্গে কাটাতে পারে, ইত্যাদি।

যদি সে মানতে না চায় বা শর্ত পূরণ না করে। তবে অবশ্যই শাস্তিমূলক পদক্ষেপ নিতে হবে। ব্যবস্থা না নিলে সে বারবার একই ভুল করবে।

স্বাধীনতা পেলে কিছু কিছু দায়িত্ব নিতে হবে, তা বুঝিয়ে দিন। কিশোর সন্তানকে দায়িত্ব দিন। কাজগুলো সে করতে পারে কি না, খেয়াল রাখুন। তাতে সে দায়িত্বপরায়ণ হবে। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

৯ সেপ্টেম্বরেই হবে ডাকসু নির্বাচন : আপিল বিভাগ ৯ সেপ্টেম্বরেই হবে ডাকসু নির্বাচন : আপিল বিভাগ আগস্টে সড়কে ঝরেছে ৫০২ প্রাণ, আহত ১২৩২ : বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আগস্টে সড়কে ঝরেছে ৫০২ প্রাণ, আহত ১২৩২ : বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি ডাকসুর নারী প্রার্থীকে ‘গণধর্ষণের’ হুমকিদাতা আলী হুসেনকে বহিষ্কার করল ঢাবি ডাকসুর নারী প্রার্থীকে ‘গণধর্ষণের’ হুমকিদাতা আলী হুসেনকে বহিষ্কার করল ঢাবি তিয়েনানমেনের প্যারেড : কিম-পুতিনকে নিয়ে যে বার্তা দিলেন সি তিয়েনানমেনের প্যারেড : কিম-পুতিনকে নিয়ে যে বার্তা দিলেন সি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘিরে উত্তেজনা, সুন্দরগঞ্জে ১৪৪ ধারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘিরে উত্তেজনা, সুন্দরগঞ্জে ১৪৪ ধারা