weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৯% , বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সবচেয়ে ধনী ১০ তারকা যারা

প্রকাশ : ২৭-০২-২০২৫ ১৫:২৯

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
স্টিভেন স্পিলবার্গ, কিম কার্ডাশিয়ান থেকে রিহানা— নির্মাতা, সংগীতশিল্পী ও অভিনয়শিল্পীদের মধ্যে সবচেয়ে ধনী কে? ২০২৪ সালে ফোর্বস ম্যাগাজিন একটি তালিকা প্রকাশ করেছে।

জর্জ লুকাস: তালিকার শীর্ষে রয়েছেন ‘স্টার ওয়ারস’খ্যাত মার্কিন চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক জর্জ লুকাস। ৮০ বছর বয়সী যুক্তরাষ্ট্রের এই নির্মাতা পাঁচ দশমিক পাঁচ বিলিয়ন ডলারের মালিক। হলিউডের শীর্ষ ধনী নির্মাতা হিসেবে কয়েক বছর ধরেই আলোচনায় ছিলেন তিনি। তার আয়ের বড় একটি অংশ এসেছে প্রযোজনা প্রতিষ্ঠান লুকাস ফিল্ম বিক্রি থেকে। তিনি ডিজনির কাছে চার বিলিয়ন ডলারে এটি বিক্রি করেন।

স্টিভেন স্পিলবার্গ: নির্মাতা স্টিভেন স্পিলবার্গের সম্পদের পরিমাণ চার দশমিক আট বিলিয়ন ডলার। তিন দশক আগেই তিনি বিলিয়ন ডলার আয় করে চমকে দেন। ‘জুরাসিক পার্ক’, ‘শিন্ডলার্স লিস্ট’-এর মতো সিনেমার নির্মাতা তিনি।

অপরাহ উইনফ্রে: মার্কিন টিভি ব্যক্তিত্ব অপরাহ উইনফ্রের সম্পদের পরিমাণ দুই দশমিক আট বিলিয়ন ডলার। ২০০৩ সালে প্রথম কৃষ্ণাঙ্গ তারকা হিসেবে এই তালিকায় জায়গা করে নেন অপরাহ। তার আয়ের বেশির ভাগ অর্থই আসে ব্যবসা থেকে।

জে-জেড: দুই দশমিক পাঁচ বিলিয়ন ডলার সম্পদের মালিক র্যাপার জে-জেড। ২০১৯ সালে প্রথম র্যাপার হিসেবে বিলিয়ন ডলার আয় করা তারকাদের কাতারে নাম লেখান তিনি। সেই ধারাবাহিকতায় এবারো তিনি এই তালিকায় রয়েছেন। তার আয় আসে বিভিন্ন ব্যবসা থেকে। জে–জেড সংগীত তারকা বিয়ন্সের স্বামী।

কিম কার্ডাশিয়ান: রিয়েলিটি শো তারকা কিম কার্ডাশিয়ানের সম্পদের পরিমাণ এক দশমিক সাত বিলিয়ন ডলার। এই তারকার বছরে আয় ৫০ থেকে ৮০ মিলিয়ন ডলার। এই তারকার আয়ের বড় অংশ আসে প্রসাধনীর ব্যবসা ও পোশাকের ব্র্যান্ড থেকে।

পিটার জ্যাকসন: ‘দ্য লর্ড অব রিংস’, ‘দ্য হবিট’ ফ্রাঞ্চাইজির নির্মাতা পিটার জ্যাকসনের সম্পদের পরিমাণ এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার। আয়ের বেশির ভাগ এসেছে ভিজ্যুয়াল ইফেক্টস কোম্পানি ওয়েটা ডিজিটালের শেয়ার বিক্রি থেকে।

টেইলর পেরি: মার্কিন অভিনেতা, পরিচালক টেইলর পেরির সম্পদের পরিমাণ এক দশমিক চার বিলিয়ন ডলার। তিন দশকের ক্যারিয়ারে অভিনয় ও নির্মাতা হিসেবে কাজ করছেন তিনি।

রিয়ানা: পপ তারকা রিয়ানার সম্পদের পরিমাণ এক দশমিক চার বিলিয়ন ডলার। অনেক দিন ধরেই অবশ্য গানের চেয়ে নিজের ব্যবসা নিয়ে বেশি মনোযোগী ক্যারিবিয়ান গায়িকা। আগের বড় অংশই এসেছে তার পোশাক, প্রসাধন ও অন্যান্য ব্যবসা থেকে। চলতি বছর ভক্তদের অপেক্ষার অবসান হচ্ছে। রিয়ানা নিজেই জানিয়েছেন, আট বছরের বিরতির পর তার নতুন অ্যালবাম প্রকাশ পাবে।

ডিক উলফ: ড্রামা সিরিজ ‘ল অ্যান্ড অর্ডার’ নির্মাতা ডিক উলফের সম্পদের পরিমাণ এক দশমিক দুই বিলিয়ন ডলার। টেলর সুইফট: প্রথমবারের মতো শীর্ষ ধনীর তালিকায় টেলর সুইফটের নাম উঠেছে। মার্কিন পপ তারকার সম্পদের পরিমাণ এক দশমিক এক বিলিয়ন ডলার।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

আরো পাঁচদিন বৃষ্টির শঙ্কা, কমবে দিনের তাপমাত্রা আরো পাঁচদিন বৃষ্টির শঙ্কা, কমবে দিনের তাপমাত্রা রাজধানীর শ্যামলীতে ছিনতাই: চাপাতি-বাইকসহ গ্রেপ্তার ৩ রাজধানীর শ্যামলীতে ছিনতাই: চাপাতি-বাইকসহ গ্রেপ্তার ৩ উদীচী সভাপতি বদিউর রহমান মারা গেছেন উদীচী সভাপতি বদিউর রহমান মারা গেছেন ইরাকের শপিংমলে ভয়াবহ আগুনে ৫০ জনের মৃত্যু ইরাকের শপিংমলে ভয়াবহ আগুনে ৫০ জনের মৃত্যু থমথমে গোপালগঞ্জে চলছে কারফিউ, যৌথবাহিনীর হাতে আটক ১৪ থমথমে গোপালগঞ্জে চলছে কারফিউ, যৌথবাহিনীর হাতে আটক ১৪