সীতাকুণ্ডে শিশু ধর্ষণে অভিযুক্ত সত্তরোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার
প্রকাশ : ১১-০৩-২০২৫ ১২:৫৬

প্রতীকী ছবি
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের সীতাকুণ্ডে ১০ বছর বয়সী শিশু ধর্ষণের অভিযোগে সত্তরোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সীতাকুণ্ড থানার ফৌজদারহাট ফাঁড়ির পরিদর্শক সোহেল রানা জানিয়েছেন, উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের পূর্ব হাসনাবাদ সন্দ্বীপ পাড়ায় সোমবার (১০ মার্চ) এ ঘটনা ঘটেছে।
গ্রেপ্তার হওয়া মো. ইউসুফ (৭১) ওই এলাকার বাসিন্দা। পরিদর্শক রানা বলেন, ইউসুফ তার প্রতিবেশি ১০ বছর বয়েসী এক শিশুকে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। রাতে তাকে গ্রামের লোকজন আটকে রাখে।
খবর পেয়ে পুলিশ গিয়ে ইউসুফকে আটক করে শিশুটিকে হাসপাতালে পাঠিয়েছে বলে জানিয়েছেন রানা। পুলিশের এই সদস্য জানিয়েছেন, এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হলে ইউসুফকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com