weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৯৪% , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শর্ত জুড়ে দিয়ে কিয়ার স্টারমারের ঘোষণা

সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য

প্রকাশ : ৩০-০৭-২০২৫ ১১:২৮

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
গাজায় চলমান যুদ্ধ বন্ধ না হলে ও টেকসই শান্তি প্রক্রিয়ার জন্য কার্যকর পদক্ষেপ না নিলে সেপ্টেম্বর মাসেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য— এমন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

মঙ্গলবার (৩০ জুলাই) জরুরি মন্ত্রিসভা বৈঠক শেষে এক সরকারি বিবৃতিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সেপ্টেম্বরে নিউইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ অধিবেশনের আগেই যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে। তবে এর জন্য শর্ত হলো— ইসরায়েলকে গাজায় যুদ্ধ বন্ধ করতে হবে, অধিকৃত পশ্চিম তীর দখলের পরিকল্পনা বাদ দিতে হবে এবং দ্বি-রাষ্ট্র সমাধানের পথে এগোতে হবে।

স্টারমার আরো বলেন, ইসরায়েল ও হামাসের মধ্যে কোনো সমতুল্যতা নেই। হামাসকে অবশ্যই সকল জিম্মিকে মুক্তি দিতে হবে, অস্ত্র পরিহার করতে হবে এবং গাজার প্রশাসনে তাদের কোনো ভূমিকাই থাকবে না— এই দাবিগুলো আমরা আগের মতোই জোর দিয়ে জানাচ্ছি।

ইউরোপীয় ইউনিয়ন নেতৃত্বাধীন একটি খসড়া শান্তি উদ্যোগ ও গাজায় বাড়তি মানবিক সহায়তা পাঠানোর বিষয়েও এ বৈঠকে আলোচনা হয়।

এ পর্যন্ত যুক্তরাজ্যের কোনো সরকারই নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে এমনভাবে ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির কথা বলেনি। তাই স্টারমারের এই ঘোষণা যুক্তরাজ্যের নীতিগত অবস্থানে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

এদিকে ইসরায়েল যুক্তরাজ্যের এই ঘোষণার কড়া সমালোচনা করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে একে ‘হামাসকে পুরস্কার দেওয়া’ বলে উল্লেখ করে বলেছে, এতে গাজায় যুদ্ধ শেষ করার কূটনৈতিক প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত হবে। এক্স-এ (সাবেক টুইটার) প্রকাশিত ওই বিবৃতিতে দাবি করা হয়, যুক্তরাজ্যের পদক্ষেপ নতুন করে যুদ্ধবিরতির সম্ভাবনাও ধ্বংস করবে।

অন্যদিকে যুক্তরাজ্যে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত হুসাম জোমলট বলেন, যুক্তরাজ্যের স্বীকৃতি একটি ‘ঐতিহাসিক ও নৈতিক গুরুত্ব’ বহন করে। তিনি বলেন, ‘এটি সেই উপনিবেশিক যুগের বেলফোর ঘোষণার অন্যায়ের প্রতিকারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যেখানে ব্রিটেন ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার সমর্থন জানিয়েছিল এবং ফিলিস্তিনিদের অধিকারকে অস্বীকার করেছিল।’

জোমলট বলেন, এই স্বীকৃতি অবশ্যই ন্যায়বিচার ও আন্তর্জাতিক আইনের ভিত্তিতে একটি বড় রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হতে হবে। এর সঙ্গে সঙ্গে গাজায় গণহত্যা বন্ধ, পুনর্গঠন এবং যুদ্ধাপরাধের দায়ে জবাবদিহি নিশ্চিত করতে হবে।

স্টারমার নিজ দলের ভেতর থেকেই এই ঘোষণার জন্য চাপের মুখে ছিলেন। লেবার পার্টির অর্ধেকের বেশি ব্যাকবেঞ্চ এমপি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান। তাদের মতে, এটিই ইসরায়েলকে শান্তির পথে বাধ্য করার একটি কৌশল হতে পারে।

স্টারমার সাংবাদিকদের বলেন, ‘গাজার সহ্য-অযোগ্য পরিস্থিতি ও দ্বি-রাষ্ট্র সমাধান আরো অধরা হয়ে যাওয়ার আশঙ্কাই আমাদের এই সিদ্ধান্তে আসতে বাধ্য করেছে। এটি শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকেই এগিয়ে নেবে।’

তিনি জানান, ইউরোপীয় অংশীদারদের সঙ্গে মিলে যুক্তরাজ্য একটি আট দফা শান্তি পরিকল্পনা প্রণয়ন করছে এবং এই স্বীকৃতি সেই প্রক্রিয়ার অংশ।

এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দেন, ফ্রান্স ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। ইউরোপের বড় দেশগুলোর মধ্যে ফ্রান্সই হবে সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্র, যারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেন ইতোমধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

লেবার এমপি ও চিঠির আয়োজক সারাহ চ্যাম্পিয়ন বলেন, ‘ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জন্য আদর্শ সময় হয়তো কখনো আসবে না। কিন্তু এটি হতে পারে শেষ সুযোগ— যদি আমরা সত্যিই বিশ্বাস করি ফিলিস্তিনিদের স্বীকৃতির অধিকার রয়েছে।’

আল জাজিরার জ্যেষ্ঠ রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা বলেন, স্টারমার ও ম্যাক্রোঁ— দুজনই গাজায় ইসরায়েলের যুদ্ধকে কার্যত সমর্থন দিয়ে যাচ্ছেন। তিনি বলেন, ‘শুধু উচ্চাশার কথা বললে হবে না, তাদের কিছু কার্যকর পদক্ষেপ নিতে হবে। না হলে তারা এক অর্থে গণহত্যার অংশীদার হয়ে থাকবেন।’

তিনি আরো প্রশ্ন তোলেন— তারা ঠিক কোন ধরনের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে চাইছেন? শুধু পশ্চিম তীরের ১০ শতাংশ অংশকে? নাকি ১৯৬৭ সালে অধিকৃত পূর্ব জেরুজালেমসহ পুরো ভূখণ্ডকে নিয়ে একটি সার্বভৌম ও সংযুক্ত রাষ্ট্র?

এদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে স্টারমারের ঘোষণার কয়েক ঘণ্টা পর দক্ষিণ ইউরোপের দেশ মাল্টা জানিয়েছে, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সময় ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিবে দেশটি। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী রবার্ট আবেলা।

ফেসবুকে দেয়া পোস্টে রবার্ট আবেলা বলেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার প্রতি আমাদের অঙ্গীকারই আমাদের অবস্থানকে প্রতিফলিত করে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ডাকসু নির্বাচন: স্বতন্ত্র প্যানেল করতে চান উমামা ফাতেমা ডাকসু নির্বাচন: স্বতন্ত্র প্যানেল করতে চান উমামা ফাতেমা রিয়াদ সোয়া ২ কোটি টাকার চেক নেন সাবেক এমপি থেকে রিয়াদ সোয়া ২ কোটি টাকার চেক নেন সাবেক এমপি থেকে ব্লগার অভিজিৎ হত্যা: জামিন পেলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শফিউর ফারাবি ব্লগার অভিজিৎ হত্যা: জামিন পেলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শফিউর ফারাবি এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা কানাডার এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা কানাডার ভোটে অংশগ্রহণ অপরাধ হলে বিএনপি-ইসলামী আন্দোলন অপরাধী: জাপা ভোটে অংশগ্রহণ অপরাধ হলে বিএনপি-ইসলামী আন্দোলন অপরাধী: জাপা