weather ৩০.৯৯ o সে. আদ্রতা ৭০% , সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

স্ত্রীকে নিয়ে বিচিত্র সব উপদেশ পেলেন কাকা

প্রকাশ : ০২-০৮-২০২৫ ১৬:৪৭

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
প্রথম স্ত্রী ক্যারোলিন সেলেকোর সঙ্গে ব্রাজিলের ব্যালন ডি’অর ও বিশ্বকাপ জয়ী তারকা রিকার্ডো কাকার বিচ্ছেদ হয় ২০১৫ সালে। ২০১৯ সালে নতুন সঙ্গী ক্যারোলিনা বাতিস্তা লেইটের সঙ্গে আঙটি বদলের খবর দেন তিনি। পরবর্তীতে তাকে বিয়ে করেছেন ব্রাজিলের ইতিহাসের অন্যতম সেরা এ খেলোয়াড়। 

সম্প্রতি নতুন সঙ্গী ক্যারোলিনার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন কাকা। সেই ছবি পোস্ট করার পর বলা যায় অন্যরকম অভিজ্ঞতার সামনে পড়েছেন তিনি। ভক্তরা তার পোস্টে প্রচুর মন্তব্য করেছেন। যেখানে পুরনো সম্পর্কের পুনরাবৃত্তি যেন না হয় সেজন্য রসিকতা করে ভক্তরা বিচিত্র সব পরামর্শ দিয়েছেন।

কাকার সঙ্গে বিচ্ছেদের বিষয়ে ক্যারোলিন সেলেকো বলেছিলেন, কাকা কখনো আমার সঙ্গে প্রত্যারণা করেনি। সে সব সময় আমার খেয়াল রেখেছে। আমার সব প্রয়োজন মিটিয়েছে। দারুণ একটা পরিবার উপহার দিয়েছে। কিন্তু আমি সুখে ছিলাম না। কারণ সে আমার জন্য বেশি পারফেক্ট।

আর এবার তাই কাকাকে বেশি ভালো না হওয়ার পরামর্শ দিয়েছেন ভক্তরা। তার পোস্টে কিছু ভক্ত লিখেছেন, এবার ভেজা টাওয়েলটা কক্ষে ফেলে রাখবে এবং ইচ্ছে করে বিবাহবার্ষিকী ভুলে যাবে। কেউ কেউ তো মাঝে মধ্যে স্ত্রীর সঙ্গে বাজে ব্যবহার করার পরামর্শও দিয়েছেন।

আবার অন্য এক ভক্ত লিখেছেন, এবার ময়লা কাপড় তার আশে পাশে ছড়িয়ে রাখবে। যাতে সেগুলো গুছাতে গুছাতে ছেড়ে যাওয়ার ফুরসত না পায়। অন্য একজন লিখেছেন, গাড়ি থেকে নেমে তার জন্য দরজা খুলে দিও না, মাঝে মধ্যে তাকে ক্ষুধার্ত রাখবে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

পতেঙ্গায় ভেসে এলো দুই জেলের মরদেহ, এখনো নিখোঁজ ৬ জন পতেঙ্গায় ভেসে এলো দুই জেলের মরদেহ, এখনো নিখোঁজ ৬ জন দেশে নতুন ভোটার ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ দেশে নতুন ভোটার ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ চট্টগ্রাম বন্দরে ব্রাজিল থেকে আসা কনটেইনারে তেজস্ক্রিয়তা চট্টগ্রাম বন্দরে ব্রাজিল থেকে আসা কনটেইনারে তেজস্ক্রিয়তা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে না সেই আনিসা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে না সেই আনিসা ভোটকেন্দ্রের নিরাপত্তা রক্ষায় পুলিশের জন্য কেনা হবে ৪০ হাজার বডি ক্যামেরা ভোটকেন্দ্রের নিরাপত্তা রক্ষায় পুলিশের জন্য কেনা হবে ৪০ হাজার বডি ক্যামেরা