weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৯৪% , রবিবার, ৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

অতিরিক্ত মাদক সেবনে পর্ন তারকা কাইলি পেজের মৃত্যু

প্রকাশ : ০৫-০৭-২০২৫ ১১:৫৩

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
জনপ্রিয় মার্কিন পর্ন অভিনেত্রী কাইলি পেজ মারা গেছেন। তার বয়স হয়েছিল ২৮ বছর। পুলিশ ধারণা করছে, অতিরিক্ত মাদক সেবনের কারণেই তার মৃত্যু হয়েছে। খবর এনডিটিভির

টিএমজেডের বরাতে জানা গেছে, কাইলি পেজকে গত ২৫ জুন তার লস অ্যাঞ্জেলেসের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। তার এক বন্ধু পুলিশকে ফোন করেন।

ঘটনাস্থল থেকে পুলিশ ‘ফেন্টানিল’ নামক শক্তিশালী মাদক ও অন্যান্য মাদকসংশ্লিষ্ট সামগ্রী উদ্ধার করেছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, আপাতদৃষ্টে অতিরিক্ত মাদক সেবনের কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো মৃত্যুর আনুষ্ঠানিক কারণ জানা যায়নি।

তবে তদন্তকারীরা নিশ্চিত করেছেন, অপরাধমূলক কোনো ঘটনা কাইলির সঙ্গে ঘটেনি। কাইলির মৃত্যুতে প্রাপ্তবয়স্ক বিনোদন জগতেও শোকের ছায়া নেমে এসেছে। প্রযোজনা সংস্থা ব্রেজার্সের সঙ্গে একাধিক পর্ন ছবিতে অভিনয় করেছিলেন কাইলি।

প্রযোজনা সংস্থার তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, তার হাসির জন্য কাইলি আমাদের মনে থেকে যাবেন। তিনি যেখানেই যান না কেন, স্মরণীয় হয়ে থাকবেন। আমরা তার পরিবার, বন্ধুবান্ধব এবং অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।

২০১৬ সালে নীল ছবির দুনিয়ায় পা রেখেছিলেন কাইলি। দ্রুত খ্যাতির শিখরে ওঠেন। ২০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। ব্রেজার্স, ভিক্সেন মিডিয়া গ্রুপ এবং নটি আমেরিকা-সহ তাবড় পর্ন সংস্থার সঙ্গে কাজ করেছেন।

কাইলির অকালমৃত্যু বিনোদন জগতে মাদকসেবনে মৃত্যুর ক্রমবর্ধমান সংখ্যা নিয়ে উদ্বেগ বাড়িয়ে তুলেছে। উল্লেখ্য, কাইলির বাড়ি থেকে ফেন্টানিল নামে যে মাদক উদ্ধার হয়েছে তা হেরোইনের চেয়েও ভয়ঙ্কর। সাম্প্রতিক সময়ে আমেরিকায় বহু মানুষের মৃত্যু হয়েছে ফেন্টানিল সেবনের কারণে।

২০১৬ সালে অতিরিক্ত ফেন্টানিল সেবনের কারণে মৃত্যু হয় গ্র্যামিবিজয়ী শিল্পী প্রিন্সের। ২০১৮ সালে র‍্যাপার ম্যাক মিলার মারা যান ফেন্টানিল মেশানো বড়ি খাওয়ার পরে।

২০২১ সালে একই কারণে ব্রুকলিনের একটি অ্যাপার্টমেন্ট থেকে অভিনেতা মাইকেল কে উইলিয়ামসের দেহ উদ্ধার হয়েছিল। এ বছরের শুরুতে নেটপ্রভাবী ইভা ইভান্সের মৃত্যুও ফেন্টানিল খাওয়ার জন্য হয়েছিল বলে মনে করা হয়।

ফেন্টানিল হল একটি অনুমোদিত শক্তিশালী সিন্থেটিক ওপেড ড্রাগ, যা ব্যথা-বেদনা উপশমে ব্যবহৃত হয়। কিন্তু সেই মাদকই এখন আমেরিকার মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

হেরোইনের তুলনায় ৫০ গুণ শক্তিশালী ফেন্টানিল। এই মাদকের উৎপাদনমূল্যও অনেক কম। আমেরিকায় ২০২৩ সালে অতিরিক্ত ফেন্টানিল সেবনের কারণে ৭৫ হাজার জনের মৃত্যু হয়েছে।

বেদনানাশক এবং রোগীকে অজ্ঞান করার কাজে ব্যবহৃত এই ওষুধ মরফিনের চেয়ে প্রায় ১০০ গুণ শক্তিশালী। ওয়াশিংটনের একটি সরকারি রিপোর্ট অনুযায়ী, ফেন্টানিল সেবনের কারণে আমেরিকায় প্রতি দিন গড়ে ২০০ জনের মৃত্যু হয়। ক্রেতাদের অজান্তেই হেরোইন বা কোকেনের মতো ফেন্টানিলও অন্যান্য পদার্থের সঙ্গে মিশিয়ে নেশা ধরানো হয়।

যুক্তরাষ্ট্রের ওকলাহোমার বাসিন্দা কাইলি পেজের আসল নাম কাইলি পাইল্যান্ট।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

গাজা চুক্তি হতে পারে আগামী সপ্তাহেই, জানালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গাজা চুক্তি হতে পারে আগামী সপ্তাহেই, জানালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দুই ঘণ্টা পর সচল শাহ আমানতের রানওয়ে, ৩৮৭ হজযাত্রী নিরাপদে দুই ঘণ্টা পর সচল শাহ আমানতের রানওয়ে, ৩৮৭ হজযাত্রী নিরাপদে সাবেক সিইসি শামসুল হুদা আর নেই সাবেক সিইসি শামসুল হুদা আর নেই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে বিগ বিউটিফুল বিলকে আইনে পরিণত করলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে বিগ বিউটিফুল বিলকে আইনে পরিণত করলেন ট্রাম্প মুরাদনগরে তিনজনকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ২ মুরাদনগরে তিনজনকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ২