weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৯% , বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

অভিনয়ে আসা প্রসঙ্গে যা বললেন সারা টেন্ডুলকার

প্রকাশ : ১০-০৫-২০২৫ ১৪:৩০

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকার বলিউডে পা রাখার আগে থেকেই গ্ল্যামার দুনিয়ায় বেশ আলোচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব তিনি। কিন্তু সারা রূপালি পর্দায় পা রাখবেন কিনা, এ নিয়ে গুঞ্জন অনেক পুরোনো। যদিও এই বিষয় নিয়ে কোনো কিছু জানাননি তিনি। 

সম্প্রতি ভারতের একটি বিনোদনভিত্তিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সারা টেন্ডুলকার জানান, অভিনয়ে তার কোনো আগ্রহ নেই। এই নিয়ে তার মনে কোনো দ্বিধাদ্বন্দ্বও নেই।

সারার কথায়, আমি অন্তর্মুখী। ক্যামেরা দেখলে ভয় পাই। যতই সিনেমার প্রস্তাব আসে আমি সব খারিজ করে দিই। কেননা আমি সত্যিই বিশ্বাস করি আমি কাজটার প্রতি ন্যায় করতে পারব না। অভিনয় আমাকে সন্তুষ্টির পরিবর্তে আরো উৎকণ্ঠাই দেবে।

সারার এমন উত্তরে অনেকেই চমকে যাবেন। কারণ সারাকে দেখে কখনো বোঝাই যায় না ক্যামেরার সামনে তার ভীতি কাজ করে। নানা ব্র্যান্ডের প্রচার ও ম্যাগাজিনের শুটে স্বাচ্ছন্দেই পোজ দিতে দেখা যায় ক্রিকেটের লিটল মাস্টারের কন্যাকে।

সারা বলেন, আমি ফ্যাশন, লাইফস্টাইলে কাজ করি ক্রিয়েটর হিসেবে। কিন্তু কেবল সেই কাজই নিই যেটা আমার ঠিকঠাক বলে মনে হয়। সব অফারে আমি হ্যাঁ বলি না।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

স্বাস্থ্যের আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল মিঠু গ্রেপ্তার স্বাস্থ্যের আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল মিঠু গ্রেপ্তার ‘এইটা ডাকসু না, এক্কেবারে হিজাবসু’ ‘এইটা ডাকসু না, এক্কেবারে হিজাবসু’ এবার ইয়েমেনে ইসরায়েলের বিমান হামলা, নিহত ৩৫ এবার ইয়েমেনে ইসরায়েলের বিমান হামলা, নিহত ৩৫ বঙ্গোপসাগরের সেন্টমার্টিন উপকূলে ৪০ জেলেকে অপহরণ আরাকান আর্মির বঙ্গোপসাগরের সেন্টমার্টিন উপকূলে ৪০ জেলেকে অপহরণ আরাকান আর্মির দেশে ফিরতে নেপালের ত্রিভুবন এয়ারপোর্টে জামালরা দেশে ফিরতে নেপালের ত্রিভুবন এয়ারপোর্টে জামালরা