weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৭৯% , শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

অভিষেক-ঐশ্বরিয়া একসঙ্গে অনুষ্ঠানে...

প্রকাশ : ১৮-০৫-২০২৫ ১২:১৭

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
বলিউডের আলোচিত তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের দাম্পত্য জীবন নিয়ে গত কয়েক বছর ধরেই গুঞ্জনের শেষ নেই। কখনো শোনা গেছে সম্পর্কের টানাপোড়ন, কখনো বিচ্ছেদের শঙ্কা। বিশেষ করে বেশকিছু অনুষ্ঠানে অভিষেক ও ঐশ্বরিয়াকে একসঙ্গে না দেখা যাওয়ায় গুঞ্জন আরো জোরালো হয়। এমনকি শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গেও ঐশ্বরিয়ার সম্পর্কের জটিলতা নিয়ে বলিউডে কম চর্চা হয়নি।

তবে এসব গুজবের জবাব যেন নিজেরাই দিয়ে যাচ্ছেন অভিষেক-ঐশ্বরিয়া। গেল মাসে বিবাহবার্ষিকীতে ঐশ্বরিয়া রাই একটি হৃদয়স্পর্শী ছবি শেয়ার করেন সামাজিক মাধ্যমে, যেখানে অভিষেক ও তাদের কন্যা আরাধ্যার সঙ্গে একটি মধুর মুহূর্তে ধরা দেন। আর এই ছবিটি যেন ছিল সম্পর্ক ভাঙার গুজবের বিরুদ্ধে এক নিরুত্তাপ, কিন্তু জোরালো প্রতিবাদ।

এর রেশ কাটতে না কাটতেই, সম্প্রতি আরো একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে, যা দম্পতির সম্পর্কে উষ্ণতা আর স্থায়িত্বেরই ইঙ্গিত দিচ্ছে। মুম্বাইয়ের একটি বিয়ের অনুষ্ঠানে পরিবারের তিন সদস্যকে দেখা গেছে একরঙা পোশাকে, আনন্দময় পরিবেশে। ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চনের সঙ্গে ছিলেন তাদের মেয়ে আরাধ্যাও।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গায়ক রাহুল বৈদ্য, যিনি পারফর্ম করছিলেন জনপ্রিয় গান ‘কাজরা রে’-যা এক সময় ঐশ্বরিয়ার আইকনিক পারফরম্যান্স হিসেবে বলিউডে ছাপ ফেলে। এই গানে নেচে আনন্দে মাতেন ঐশ্বরিয়া, সঙ্গে তাল মেলান আরাধ্যাও। কিন্তু সবচেয়ে নজরকাড়া মুহূর্তটি ছিল অভিষেকের দিক থেকে-তিনি হাসিমুখে স্ত্রীর দিকে অপলক তাকিয়ে থাকেন, দিচ্ছিলেন হাততালি, আর সেই মুহূর্তে চোখে চোখ পড়ে গেলে দুজনের মাঝে খেলে যায় এক নির্মল, লাজুক হাসি। সে দৃশ্য যেন কথায় না বলা ভালোবাসার প্রমাণ।

২০০৭ সালে রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই যুগল। তাদের ঘর আলো করে ২০১১ সালে আসে কন্যা আরাধ্যা। বিয়ের কয়েক বছর পর থেকেই বলিউড মহলে শোনা যাচ্ছিল দাম্পত্য কলহের খবর, তবে তার বিপরীতে যুগল অনেক সময়েই থেকেছেন নিরুত্তর।

তবে এখনকার এই ঘনিষ্ঠ মুহূর্তগুলো স্পষ্ট করে দিচ্ছে-সম্পর্কে যতই গুঞ্জন থাকুক না কেন, ঐশ্বরিয়া ও অভিষেকের মধ্যকার বন্ধন এখনো দৃঢ়, এবং তারা অন্তত এই মুহূর্তে বিচ্ছেদের পথে হাঁটছেন না। বরং, নিজেদের মতো করে পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন, ভালোবাসায় পূর্ণ।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ করা যাচ্ছে না আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ করা যাচ্ছে না রাজবাড়ীর গোয়ালন্দে কবর থেকে তুলে পোড়ানো হলো ‘নুরাল পাগলা’র লাশ রাজবাড়ীর গোয়ালন্দে কবর থেকে তুলে পোড়ানো হলো ‘নুরাল পাগলা’র লাশ হাতকড়া-শিকল পরিয়ে আরো ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র হাতকড়া-শিকল পরিয়ে আরো ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র গাজায় মানবিক সংকট দ্রুত শেষ করতে ৪ হাজার বিজ্ঞানীর বিবৃতি গাজায় মানবিক সংকট দ্রুত শেষ করতে ৪ হাজার বিজ্ঞানীর বিবৃতি চড়া বাজারে ক্রেতাদের অস্বস্তি চড়া বাজারে ক্রেতাদের অস্বস্তি