weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৬৬% , শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী ডায়ান কিটন মারা গেছেন

প্রকাশ : ১২-১০-২০২৫ ১০:৫৯

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী ডায়ান কিটন মারা গেছেন। শনিবার (১১ অক্টোবর) ক্যালিফোর্নিয়ায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৯ বছর। ডায়ান কিটনের বন্ধু ডোরি রাথ তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। খবর বিবিসির।

১৯৭০ সালে ডায়ান কিটন রোমান্টিক কমেডি লাভার্স অ্যান্ড আদার স্ট্রেঞ্জার্সের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। পরে দ্য গডফাদার ছবিতে অ্যাডামস করলিওনের ভূমিকায় অভিনয়ের মাধ্যমে খ্যাতি অর্জন করেন তিনি। এ  ছাড়া, ফাদার অব দ্য ব্রাইড, ফার্স্ট ওয়াইভস ক্লাব এবং অ্যানি হলের মতো চলচ্চিত্রেও অভিনয় করেন কিটন। ১৯৭৮ সালে সেরা অভিনেত্রী হিসেবে অস্কার পুরস্কার পান তিনি।

পাঁচ দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে কিটন দ্য ফ্যামিলি স্টোন, বিকাস আই সেড সো, অ্যান্ড সো ইট গোজ, প্লে ইট অ্যাগেইন, স্যাম, স্লিপার, লাভ অ্যান্ড ডেথ এবং ম্যানহাটনসহ কয়েক ডজন ছবিতে অভিনয় করেন। সবশেষ ২০২৪ সালে সামার ক্যাম্প ছবিতে অভিনয় করেন তিনি।

অভিনয়ের পাশাপাশি কিটন বেশ কয়েকটি ছবিও পরিচালনা করেছিলেন। এর মধ্যে রয়েছে তথ্যচিত্র হেভেন, কমেডি ড্রামা আনস্ট্রং হিরোস, হ্যাঙ্গিং আপ।

ডায়ান কিটন তার অভিনব স্টাইলের জন্য পরিচিত ছিলেন। তিনি কখনো বিয়ে করেননি। তার দুটি পালক সন্তান রয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে চাওয়া এনামুল মোল্লাহ অস্ত্রসহ আটক সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে চাওয়া এনামুল মোল্লাহ অস্ত্রসহ আটক একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত একীভূত করতে ৫ ব্যাংকে প্রশাসক নিয়োগ, যা জানালেন গভর্নর একীভূত করতে ৫ ব্যাংকে প্রশাসক নিয়োগ, যা জানালেন গভর্নর জোহরান মামদানিকে বেছে সার্বভৌমত্ব হারিয়েছি: ডোনাল্ড ট্রাম্প জোহরান মামদানিকে বেছে সার্বভৌমত্ব হারিয়েছি: ডোনাল্ড ট্রাম্প নারায়ণগঞ্জে তিন সাংবাদিকের ওপর হামলা, আটক ১ নারায়ণগঞ্জে তিন সাংবাদিকের ওপর হামলা, আটক ১