weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৯% , মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

অস্ত্রসহ গ্রেপ্তার সাইফ আলী খানকে হামলাকারী

প্রকাশ : ১৯-০১-২০২৫ ১০:৫৯

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
বলিউডঅভিনেতা সাইফ আলী খানের ওপর হামলাকারীকে অবশেষে গ্রেপ্তার করেছে মহারাষ্ট্র পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি সাইফকে কুপিয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। খবর এনডিটিভির

ভারতের মুম্বাই পুলিশের দাবি রবিবার (১৯ জানুয়ারি) সকালে মহারাষ্ট্রের ঠাণে এলাকা থেকে হামলাকারীকে গ্রেপ্তার করা হয়। মুম্বাই পুলিশ সুত্রে জানা যায়, ঠাণে এলাকা থেকে ওই ব্যক্তিকে ঘুমন্ত অবস্থায় আটক করা হয়।

জানা যায়, তার কাছ থেকে কাস্তে জাতীয় ধারাল অস্ত্র এবং একটি তোয়ালে পাওয়া গিয়েছে। হামলাকারী ব্যক্তি প্রথমে নিজের নাম বিজয় দাস বললেও পরে মহম্মদ সজ্জাদ বলে দাবি করেন।তাকে সাইফের বাসভবন থেকে ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত কাসারভাদাভালি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তি একসময় ঠাণেতে একটি পানশালায় কাজ করতেন। এর আগে সাইফের ওপর হামলা চালানোর ঘটনায় শনিবার সন্দেহভাজন হিসেবে একজনকে মধ্যপ্রদেশ থেকে আটক করেছিল পুলিশ। 

মুম্বাইয়ে নিজ বাড়িতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হন সাইফ আলী খান। বুধবার (১৫ জানুয়ারি) রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। দ্রুত তাকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, সাইফের মেরুদণ্ডে ছুরি লেগেছে। 

স্পাইনাল কর্ডে বড়সড় চোট লেগেছে। অভিনেতার মেরুদণ্ড থেকে আড়াই ইঞ্চি লম্বা ছুরির ফলা বের করা হয়েছে। বর্তমানে অবশ্য সাইফ বিপদমুক্ত। তবু আরো কিছু দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকবেন সাইফ।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

দুর্গাপূজায় সারাদেশের ৩৩ হাজার পূজামণ্ডপ ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্গাপূজায় সারাদেশের ৩৩ হাজার পূজামণ্ডপ ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভেনিস চলচ্চিত্র উৎসবে গাজায় শিশু হত্যাকে ঘিরে নির্মিত চলচ্চিত্র পুরস্কৃত ভেনিস চলচ্চিত্র উৎসবে গাজায় শিশু হত্যাকে ঘিরে নির্মিত চলচ্চিত্র পুরস্কৃত কক্সবাজার সৈকতে ক্রিকেটার মুশফিকুর রহিমের ভাতিজার মরদেহ উদ্ধার কক্সবাজার সৈকতে ক্রিকেটার মুশফিকুর রহিমের ভাতিজার মরদেহ উদ্ধার সাবেক সচিব আবু আলম শহীদ খান গ্রেপ্তার সাবেক সচিব আবু আলম শহীদ খান গ্রেপ্তার বিষাক্ত মাশরুম খাইয়ে ৩ হত্যা, নারীর যাবজ্জীবন বিষাক্ত মাশরুম খাইয়ে ৩ হত্যা, নারীর যাবজ্জীবন