weather ৩১.৯৯ o সে. আদ্রতা ৪৫% , রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

আইনিভাবে তৃতীয় বিয়ের ইতি টানলেন শ্রাবন্তী

প্রকাশ : ১১-০৪-২০২৫ ২১:৫১

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
অবশেষে আইনিভাবে বিচ্ছেদ হল রোশন সিং ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। শুক্রবার (১১ এপ্রিল) তাদের বিচ্ছেদের আইনি সিলমোহর দিলেন আদালত। শ্রাবন্তীর সঙ্গে আইনি বিচ্ছেদের খবরের ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে নিশ্চত করেছেন রোশন সিং নিজেই।

রোশন সিং জানান, সবটাই শান্তিপূর্ণভাবে মিটে গেছে। গত ৮ এপ্রিল থেকে আমরা আইনিভাবে আলাদা। তবে প্রেম ও বিয়ের আগে তারা যেমন অপরিচিত ছিলেন, আইনি বিচ্ছেদের পর তারা তেমনই থাকবেন।

এর আগেই জানা গিয়েছিল রোশনের সঙ্গে বিচ্ছেদের মামলায়, মাসিক সাত লাখ টাকা খোরপোশ চেয়েছিলেন অভিনেত্রী। গতবছর তার সেই আবেদনে স্টে অর্ডার দিয়েছিলেন আদালত। তবে রোশন সিং-কে কি আদৌ মাসিক সাত লাখ টাকা খোরপোশ দিতে হচ্ছে অভিনেত্রীকে- এ বিষয়টি নিয়ে অবশ্য এদিন কিছু জানাননি রোশন।

দীর্ঘদিন ধরেই রোশান-শ্রাবন্তীর আইনি বিচ্ছেদ নিয়ে টানাপড়েন চলছিল। অবশেষে তারা গত সেপ্টেম্বরে পাকাপাকিভাবে বিচ্ছেদের পথে এক ধাপ এগিয়ে যান। শুধু বাকি ছিল দুজনের স্বাক্ষরের। তার জন্যই আদালত ৮ এপ্রিল দিনটি ধার্য করেছিলেন। তবে এতদিন এই বিচ্ছেদ নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন শ্রাবন্তী ও রোশন দুজনেই।

এদিকে শ্রাবন্তীর থেকে আলাদা হওয়ার পরই বর্তমান প্রেমিকা অনামিকার সঙ্গে ঘর বাঁধতে প্রস্তুত রোশন সিং। পেশায় তিনি একজন জিম প্রশিক্ষক। সেই পেশাগত দিকটি একটু গুছিয়ে নিয়েই আবারো নতুন করে জীবন সাজাতে প্রস্তুত তিনি।

২০১৯ সালের শুরুর দিকে রোশন-শ্রাবন্তীর প্রেমপর্ব শুরু হয়। ‘গুগলি’ ছবির প্রিমিয়ারে প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল দুজনকে। মাস কয়েকের মধ্যেই পঞ্জাবে গিয়ে লুকিয়ে বিয়ে সারেন তারা। বিয়ের দিন দশেক পর বিয়ের খবর জানিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু সুখের সংসারে ভাঙন ধরে ২০২০-র সালের পূজার ঠিক আগে। যদিও শুরুতে কেউ কিছু বলেননি। পরে জানা যায়, শ্রাবন্তীর আরবানার ফ্ল্যাট ছেড়েছেন রোশন সিং। তারপরই তাদের আলাদা হওয়ার খবর ছড়িয়ে পড়ে।

প্রসঙ্গত, মাত্র ১৬ বছর বয়সে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। এরপর ২০১৬ সালে মডেল কৃষাণ ব্রজকে বিয়ে করেন তিনি। বছর ঘুরতে না ঘুরতেই বিচ্ছেদের আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিনেত্রী। ২০১৯ সালের গোড়ার দিয়েই চূড়ান্ত হয় কৃষাণ-শ্রাবন্তীর ডিভোর্স। কয়েক মাসের মাথাতেই রোশনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেত্রী।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

নববর্ষের অনুষ্ঠানে নিরাপত্তাজনিত সমস্যা হবে না: র‍্যাবের ডিজি নববর্ষের অনুষ্ঠানে নিরাপত্তাজনিত সমস্যা হবে না: র‍্যাবের ডিজি ‘মার্চ ফর গাজা’ ইতিহাসে লেখা থাকবে: ফিলিস্তিনের রাষ্ট্রদূত ‘মার্চ ফর গাজা’ ইতিহাসে লেখা থাকবে: ফিলিস্তিনের রাষ্ট্রদূত সুদানে আধা সামরিক বাহিনীর হামলায় ১০০ জন নিহত: জাতিসংঘ সুদানে আধা সামরিক বাহিনীর হামলায় ১০০ জন নিহত: জাতিসংঘ বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি পারমাণবিক চুক্তি: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে `গঠনমূলক' আলোচনা পারমাণবিক চুক্তি: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে `গঠনমূলক' আলোচনা