weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৩% , রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আজ স্বপ্নের নায়ক সালমান শাহর ২৯তম মৃত্যুবার্ষিকী

প্রকাশ : ০৬-০৯-২০২৫ ১১:১৭

ছবি : সংগৃহীত

বিনোদন প্রতিবেদক
আজ স্বপ্নের নায়ক সালমান শাহর ২৯তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৬ সালের এই দিনে না-ফেরার দেশে পাড়ি জমিয়েছিলেন সালমান শাহ।তার মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে পড়েছিল ভক্তদের মন। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক বেদনা বিধুর দিন ৬ সেপ্টেম্বর। 

সময় পেরিয়ে গেছে ২৯ বছর, তবু এই দিন এলে কোটি ভক্তের মনে ফিরে আসে শোক, বিস্ময় ও গভীর ভালোবাসা। মাত্র ২৫ বছর বয়সে অগণিত ভক্তকে কাঁদিয়ে না-ফেরার দেশে পাড়ি জমান সালমান শাহ। 

ঢাকার ইস্কাটনের বাসায় সালমান শাহর রহস্যজনক মৃত্যু হয়। তার এই আকস্মিক মৃত্যু নিয়ে একাধিক তদন্ত করে পুলিশ। তদন্ত শেষে বলা হয়, তিনি আত্মহত্যা করেছিলেন। 

তবে, তার পরিবার ও ভক্তরা এই তদন্ত কখনো গ্রহণ করেননি। বরং তাদের দাবি, সালমানকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। তার মৃত্যুর প্রকৃত রহস্য আজও উদ্ঘাটন করা যায়নি।

কোনো কালের মধ্যে সীমাবদ্ধ ছিলেন না সালমান শাহ। তার ফ্যাশন-সচেতনতা, স্টাইলিশ চলাফেরা ছিল চোখে পড়ার মতো। সে সময় বলিউড থেকে ডাক পেলেও সেখানে কাজ করেননি তিনি। ভক্তদের চোখে তিনি ছিলেন ‘স্বপ্নের নায়ক’। 

সালমানের পারিবারিক নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন। ১৯৮৫ সালে বিটিভিতে ধারাবাহিক নাটক ‘পাথর সময়’-এ একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে শিশুশিল্পী হিসেবে সালমান শাহর ক্যারিয়ার শুরু হয়। পরবর্তী সময়ে অভিনয় করেছেন বেশ কিছু টিভি নাটক ও বিজ্ঞাপনে।

১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে এই নায়কের। এতে তার নায়িকা ছিলেন মৌসুমী। প্রথম সিনেমাতেই দর্শকদের মন জয় করে নেন সালমান। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি তাকে। ১৯৯৬ সাল পর্যন্ত মাত্র তিন বছরে সালমান শাহ অভিনয় করেছেন ২৭টি সিনেমায়, যার বেশির ভাগই পেয়েছে দর্শকপ্রিয়তা। 

সালমান শাহ এমন একজন অভিনেতা ছিলেন যাকে সে সময় থেকেই সবার অনুকরণ করার চেষ্টা ছিল, যা এখনো চলমান। ভক্তদের হৃদয়ে এখনো অমর তাদের ‘স্বপ্নের নায়ক’।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

পদত্যাগ করেছেন জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু পদত্যাগ করেছেন জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা খন্দকার গ্রেপ্তার সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা খন্দকার গ্রেপ্তার অক্টোবরের শুরুতে ১৫০ উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে মিড ডে মিল অক্টোবরের শুরুতে ১৫০ উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে মিড ডে মিল আইন-শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপের দিকে গেছে : স্বরাষ্ট্র উপদেষ্টা আইন-শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপের দিকে গেছে : স্বরাষ্ট্র উপদেষ্টা যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত মস্কোতে যাবেন না জেলেনস্কি যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত মস্কোতে যাবেন না জেলেনস্কি