weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৬৯% , শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

আবারো মা হচ্ছেন ইলিয়ানা ডিক্রুজ

প্রকাশ : ১৬-০২-২০২৫ ১১:০৮

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
প্রথমবার মা হওয়ার সময় বিতর্কে জড়িয়েছিলেন ইলিয়ানা ডিক্রুজ। বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় বলিউড অভিনেত্রীকে নিয়ে কম চর্চা হয়নি! শেষমেশ বিতর্ক থামাতে ২০২৩ সালের মে মাসে বিয়ে করেন তিনি। 

তারপরই ২৩ আগস্টে ইলিয়ানার কোল জুড়ে আসে পুত্রসন্তান। খুদে কোয়াকে ঘিরেই এখন তার জীবন। আর কোলে দেড় বছরের সেই সন্তান নিয়েই এবার ফের একবার মাতৃত্বসুখ পেতে চলেছেন ইলিয়ানা ডিক্রুজ। ভ্যালেন্টাইন ডের পরেরদিনই ভক্তদের অবাক করে নিজেই সেই খরব জানালেন অভিনেত্রী!

২০২৫ সালের শুরুতেই অবশ্য ইলিয়ানার দ্বিতীয় সন্তান আসার গুঞ্জন শুরু হয়। প্রেগন্যান্সি কিট হাতে ছবি পোস্ট করতেই অভিনেত্রীর ফের অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনার সূত্রপাত। তবে ছবি পোস্ট করলেও, তখন নতুন সন্তান আসার কথা স্পষ্ট করেননি ইলিয়ানা।

শুক্রবার মাঝরাতে চিপসের প্যাকেট রেখে পোস্ট করে প্রেগন্যান্সি ক্রেভিংয়ের কথা জানান ইলিয়ানা। ক্যাপশনে লেখা- কীভাবে বুঝবেন কেউ প্রেগন্যান্ট। অস্ট্রেলিয়ার ফটোগ্রাফার অ্যান্ড্রিউ নিবোনের সঙ্গে সম্পর্কে ছিলেন ইলিয়ানা। 

একাধিকবার তার সঙ্গে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। ২০১৯ সালে দু’জনের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। অ্যান্ড্রিউ এ বিষয়ে কোনো মন্তব্য না করতে চাইলেও ইলিয়ানা বিচ্ছেদের খবর স্বীকার করে নেন। 

এরপর শোনা গিয়েছিল, ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্টিয়ান লরেন্ট মিশেলের সঙ্গে প্রেম করছিলেন ইলিয়ানা। কিন্তু এই রটনা বেশি দিন টেকেনি। এরপর ২০২৩ সালের মে মাসে মাইকেল ডোলানকে বিয়ে করেছেন ইলিয়ানা। তাদের সন্তান কোয়ার জন্ম হয় আগস্ট মাসে।

ছেলের জন্মের পর এক সাক্ষাৎকারে অভিনেত্রী পোস্টপার্টাম ডিপ্রেশনের কথা জানিয়েছিলেন। তিনি জানিয়েছেন, অবসাদ এতটাই ছিল যে ছেলে কোয়ার ঠিকমতো যত্নও নিতেন না তিনি। 

কেমন এক অপরাধ বোধ কাজ করত মনের মধ্যে। এরপর চিকিৎসকের পরামর্শ নেন ইলিয়ানা। তখনই পোস্টপার্টাম ডিপ্রেশন বা প্রসবোত্তর বিষণ্ণতার কথা জানতে পারেন।

এই সমস্যা সন্তানের জন্মের পর যেকোনো সময়ে হতে পারে। সাধারণ প্রথম বছরের মধ্যেই হয়। তীব্র হতাশা, রাগ, দুঃখ, অস্থিরতা হতে পারে। সঠিক সময়ে চিকিৎসা না হলে বিপদ বাড়তে পারে।

তবে ইলিয়ানা চিকিৎসকের কথা মেনে ওষুধ খেয়েছেন। এখন ভালো আছেন অভিনেত্রী। আর কোয়ার সঙ্গে দিব্যি সময় কাটছে তার। আর এবার তো তার সংসারে আরেক নতুন মুখ আসতে চলেছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদ রবিবার সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদ রবিবার বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ২৫ দশমিক ৪৪ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ২৫ দশমিক ৪৪ বিলিয়ন ডলার ছত্তিশগড়ে অভিযানে ১৬ মাওবাদী গেরিলা নিহত ছত্তিশগড়ে অভিযানে ১৬ মাওবাদী গেরিলা নিহত নাটোরে পুরাতন ডিসি বাংলোতে সংসদ নির্বাচনের ১০০ বস্তা ব্যালট পেপার নাটোরে পুরাতন ডিসি বাংলোতে সংসদ নির্বাচনের ১০০ বস্তা ব্যালট পেপার রবিবার জানা যাবে বাংলাদেশে কবে ঈদ রবিবার জানা যাবে বাংলাদেশে কবে ঈদ