weather ৩০.৯৯ o সে. আদ্রতা ৭৯% , বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আমি বরং ঐশ্বরিয়ার ব্লু-প্রিন্ট: উর্বশী রাউতেলা

প্রকাশ : ২৮-০৫-২০২৫ ১৩:৫৭

ছবি : সংগৃহীত

সোহেলী চৌধুরী
বলিউডের গ্ল্যামারাস অভিনেত্রী উর্বশী রাউতেলার জন্য ২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবের অভিজ্ঞতা খুব একটা আনন্দদায়ক হয়নি। আন্তর্জাতিক এই মর্যাদাপূর্ণ উৎসবের রেড কার্পেটে পা রাখার পর থেকেই তার সাজপোশাক নিয়ে নেটদুনিয়ায় শুরু হয় নানা ধরনের আলোচনা ও সমালোচনা।

বিশেষ করে তার চোখের নীল আইশ্যাডো, পোশাকের ডিজাইন ও স্টাইল নিয়ে অনেকেই নেতিবাচক মন্তব্য করেন। তবে এই অভিনেত্রী সমালোচনার মুখে নিশ্চুপ থাকেননি। বরং সাহসিকতার সঙ্গে দিয়েছেন কড়া জবাব।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি পোস্টে তিনি জানান, তিনি কারো অনুকরণে নয়, বরং নিজস্ব স্টাইল ও ব্যক্তিত্ব নিয়েই হাজির হয়েছেন কান চলচ্চিত্র উৎসবে। পোস্টে তিনি লিখেছেন, তাহলে আমি কোনো ক্যারিশমা ছাড়াই ঐশ্বরিয়া রাই হওয়ার চেষ্টা করছি? ঐশ্বরিয়া অবশ্যই একজন আইকন, একজন সত্যিকারের স্টাইল লিজেন্ড। কিন্তু আমি এখানে কারও ছায়া হতে আসিনি। আমি বরং ওর ব্লু-প্রিন্ট— সেই মৌলিকতা যা নিজের মতো করে সবকিছু উপস্থাপন করে।

উর্বশী আরো লেখেন, আমি সবসময় চেয়েছি নিজেকে ভিন্নভাবে তুলে ধরতে। আমি জানি, আমি সবার পছন্দের না, সবার মনের মতোও না। কিন্তু আমি সেই আতশবাজি, যার ঝলক চোখে পড়ে, আমি সেই শ্যাম্পেন, যার স্বাদ ভোলার নয়। কেউ যদি আমাকে ছোট কোনো স্কেলে মাপতে চায়, তাহলে নিশ্চিতভাবে সে বিপদেই পড়বে।

তিনি জানান, কান চলচ্চিত্র উৎসব তাকে প্রতিবারই নিজেকে নতুনভাবে তুলে ধরার একটি সুযোগ এনে দেয়। আর সেই সুযোগকে তিনি পুরোপুরি কাজে লাগানোর চেষ্টা করেন।

কান আমাকে আলাদা হয়ে উঠতে আমন্ত্রণ জানায়। আমি সেই অনন্যতা ধরে রাখার চেষ্টা করি সবসময়— বলেন উর্বশী।

উল্লেখযোগ্যভাবে, এটি প্রথম নয় যে, উর্বশী রাউতেলাকে ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে তুলনা করা হয়েছে। অতীতেও তিনি যখন কানের রেড কার্পেটে হেঁটেছেন, তখনো তার সাজগোজ, রূপচর্চা কিংবা মেকআপ দেখে অনেকেই ঐশ্বরিয়ার সঙ্গে তুলনা করেছেন। তবে এবার তিনি সেই তুলনাকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে বুঝিয়ে দিয়েছেন, তিনি নিজেকে অনন্যভাবে উপস্থাপন করতে চান— নকল নয়, নিজের বৈশিষ্ট্য দিয়েই আলো ছড়াতে চান।

উর্বশীর এই স্পষ্ট বক্তব্য ও আত্মবিশ্বাস আবারো প্রমাণ করে দিল, সমালোচনা যতই হোক না কেন, তিনি নিজস্বতা ও সাহসিকতা নিয়েই বলিউডের একজন শক্তিশালী কণ্ঠস্বর।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ডাকসু নির্বাচন নিয়ে পোস্ট, সেই ওসি প্রত্যাহার ডাকসু নির্বাচন নিয়ে পোস্ট, সেই ওসি প্রত্যাহার ভাঙ্গায় অবরোধ চলছে, ঢাকার সঙ্গে ২১ জেলার সড়ক যোগাযোগ বন্ধ ভাঙ্গায় অবরোধ চলছে, ঢাকার সঙ্গে ২১ জেলার সড়ক যোগাযোগ বন্ধ কিরগিজস্তান থেকে দেশে ফিরেছেন ১৮০ বাংলাদেশি কিরগিজস্তান থেকে দেশে ফিরেছেন ১৮০ বাংলাদেশি কুষ্টিয়ায় দুপক্ষের সংঘর্ষে মামা ও ভাগ্নে নিহত কুষ্টিয়ায় দুপক্ষের সংঘর্ষে মামা ও ভাগ্নে নিহত বছরে ২০ হাজার আত্মহত্যা, ৩৫ শতাংশ কিশোরী বছরে ২০ হাজার আত্মহত্যা, ৩৫ শতাংশ কিশোরী