আমি যেন সুস্মিতারই; বললেন প্রাক্তন শোলে
প্রকাশ : ২২-০৩-২০২৫ ১১:৩৬

ছবি : সংগৃহীত
বিনোদন ডেস্ক
প্রাক্তন বিশ্বসুন্দরী ও ভারতীয় অভিনেত্রী সুস্মিতা সেনের সঙ্গে প্রেমে জড়িয়েছিলেন রোহমন শোলে। বছর তিনেক প্রেম চলার পর সে সম্পর্ক আর রাখতে পারেননি সুস্মিতা। কিন্তু, তাদের মধ্যে টিকে ছিল এক বন্ধুত্ব। এর ফলে এখনো একে অন্যকে সময় দেন।
বিচ্ছেদের সময় সুস্মিতা লিখেছিলেন, 'আমরা বন্ধু হয়ে যাত্রা শুরু করেছিলাম, বন্ধুত্ব থাকবে। দীর্ঘ সম্পর্কে থাকলাম, ভালোবাসাও থেকে যাবে।' যেন সে কথাই রাখছেন সুস্মিতা। একইভাবে কথা রেখেছেন রোহমনও।
রোহমন নিজেকে সিংগেল দাবি করলেও সুস্মিতার সঙ্গে তার যাপন এখনো বিদ্যমান; এখনো সুস্মিতার ছায়াসঙ্গী হয়েই থাকেন তিনি। এ কারণে যেমন সংবাদের শিরোনাম হয়েছেন তারা, বারবার প্রশ্নের মুখেও পড়েছেন।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হয়ে আবারো একই প্রসঙ্গে কথা বলেন রোহমন। তার কথায়, 'সুস্মিতার সঙ্গে এখনো বন্ধুত্ব রয়েছে। তাই সুস্মিতার কোনো আয়োজন বা অনুষ্ঠান থাকলে যাই, তার সঙ্গে কাটানো সময়টা উপভোগ করি।'
রোহমনের জীবনের সঙ্গে সুস্মিতার নাম জড়ানোয় প্রেম-বিয়ে থেকেও একরকম বাইরে তিনি। রোহমন আরো বলেন, 'আমি এখনো বিয়ে করিনি। আবার আমার নামের সঙ্গে সেই নামটিও জুড়ে রয়েছে। তাই লোকেরা মনে করে, আমি যেন সুস্মিতারই।'
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com