ইলিয়ানা ডিক্রুজ অভিনয়ে ফিরছেন
প্রকাশ : ০৭-০৯-২০২৫ ০০:১৯

ছবি : সংগৃহীত
বিনোদন ডেস্ক
অভিনয়ে ফিরছেন বলিউড ও দক্ষিণ ভারতীয় সিনেমার আলোচিত অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ। এই খবর চমক সৃষ্টি করেছে। কারণ তিনি কখনো আর ক্যামেরার সামনে দাঁড়াবেন; এমনটি ভাবতে পারেননি অনেকে। সংশয়ে ছিলেন এ জন্য যে, প্রথম সন্তান কোয়ার জন্মের পর পোস্টপার্টাম ডিপ্রেশনে ভুগতে শুরু করেছিলেন এই তারকা।
অবসাদ তাকে এতটাই পেয়ে বসেছিল যে ছেলে কোয়ার ঠিকমতো যত্নও নিতেন না তিনি। এক অপরাধবোধ কাজ করত মনের মধ্যে। সে কথা অভিনেত্রী নিজেই বিভিন্ন সাক্ষাৎকারে উল্লেখ করেছেন। তাই চলতি বছর আবার যখন তার মা হওয়ার খবর প্রকাশ পেল, তখন অনেকেই ধরে নিয়েছেন, এরপর আর হয়তো বড় পর্দায় ইলিয়ানাকে দেখা যাবে না। কিন্তু অনেকের ধারণা ভুল প্রমাণ করে পর্দায় ফেরার ঘোষণা দিয়েছেন অভিনেত্রী নিজে।
সদ্য দ্বিতীয় সন্তানের মা হয়েছেন তিনি। আর মাতৃত্বকালীন বিরতি কাটিয়ে অভিনয়ে ফেরার ইচ্ছা সবার সঙ্গে শেয়ার করেছেন। দ্য ডেইলি জাগরণসহ ভারতের একাধিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে, চলতি বছর ১৯ জুন ইলিয়ানা তার দ্বিতীয় পুত্র, কিয়ানু রাফে ডোলান জন্ম দিয়েছেন। আর সন্তানের বয়স দুই মাস পূর্ণ হওয়ার আগেই জানালেন সিনেমায় ফিরে আসা নিয়ে তার পরিকল্পনার কথা।
সম্প্রতি ‘ফ্রিডম টু ফিড’ লাইভ সেশনে অভিনেত্রী নেহা ধুপিয়ার সঙ্গে এক কথোপকথনে, ইলিয়ানা ডিক্রুজ তার মাতৃত্বের পর্ব এবং তিনি কীভাবে পর্দায় থাকার অভাব অনুভব করেন তা নিয়ে খোলাখুলি আলোচনা করেছেন।
এই অভিনেত্রী বলেছেন, আমি জানি না, মানুষ আমাকে কতটা মিস করে। শুধু জানি, আমি আমার কাজকে সত্যি ভালোবাসি। সে কারণে পর্দায় থাকা, বিভিন্ন চরিত্রে অভিনয় করা এবং অসাধারণ মানুষদের সঙ্গে কাজ করা মিস করি। আমি ভাগ্যবান এ কারণে যে, অভিনয় ক্যারিয়ারে গুণী শিল্পী ও নির্মাতাদের সঙ্গে দারুণ কিছু কাজ করার সুযোগ পেয়েছিলাম; যা কখনো ভুলে থাকা সম্ভব নয়। তাই আবারো নতুন কোনো চরিত্র হয়ে ক্যামেরার সামনে দাঁড়ানোর ইচ্ছা এখনও মনের মধ্যে লালন করে যাচ্ছি। তবে কোনো কিছু নিয়ে তাড়াহুড়ো করতে চাই না।
তিনি আরো বলেন, অভিনয়ে ফিরে আসতে চাই ঠিকই, তবে আমার ছেলেদের সঙ্গে থাকা এবং তাদের যত্ন নেওয়াকেও অগ্রাধিকার দিতে চাই। এখন আর এলোমেলোভাবে কাজ করার ইচ্ছাও নেই। তাই ফিরে আসার আগে আমি কেবল মানসিকভাবে নয়, শারীরিকভাবেও নিজেকে প্রস্তুত করার জন্য সময় নেব।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com