এবার প্রকাশ্যে কেটি পেরি ও জাস্টিন ট্রুডো, প্রেমের গুঞ্জন সত্যি হলো!
প্রকাশ : ২৭-১০-২০২৫ ১৭:০৯
ছবি : সংগৃহীত
বিনোদন ডেস্ক
এবার প্রকাশ্যে এলেন কেটি পেরি ও জাস্টিন ট্রুডো! ফ্রান্সের প্যারিসে জন্মদিনে হাত ধরাধরি করে ঘনিষ্ঠ মুহূর্তে ধরা পড়লেন দু’জন।
দীর্ঘদিন ধরেই কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মার্কিন পপ তারকা কেটি পেরির প্রেমের গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল। কখনো সমুদ্রপারে, কখনো বিলাসবহুল রেস্তোরাঁয়-দু’জনকে একসঙ্গে দেখা গেছে বারবার। অবশেষে সেই গুঞ্জন যেন রূপ নিল বাস্তবে।
রবিবার (২৬ অক্টোবর) কেটি পেরির ৪১তম জন্মদিন উপলক্ষে প্যারিসের বিখ্যাত ক্রেজি হর্স ক্যাবারে-এ আয়োজন করা হয় এক ঝলমলে শো। আর সেখানেই একসঙ্গে হাজির হন কেটি ও ট্রুডো। টিএমজেডের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠান শেষে হাত ধরাধরি করে হাসিমুখে বের হচ্ছেন তারা। সেই মুহূর্তই পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হয়ে এখন ভাইরাল। সেদিন কেটির পরনে ছিল লাল রঙের পোশাক, আর ট্রুডো ছিলেন কালো স্যুটে।
এর আগে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারার উপকূলে একটি ইয়টে তাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল হয়, যেখানে কেটিকে দেখা যায় ট্রুডোকে চুম্বন করতে। এ ছাড়া চলতি বছরের জুলাইয়ে মন্ট্রিয়লের এক রেস্তোরাঁয়ও দেখা গেছে এই যুগলকে। পিপল ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, সেখান থেকেই শুরু হয় তাদের ঘনিষ্ঠ সম্পর্ক। পেরির ইউরোপ সফরের ফাঁকেও ট্রুডোর সঙ্গে দেখা করতে ক্যালিফোর্নিয়া গিয়েছিলেন গায়িকা।
ব্যক্তিগত জীবনে কেটি পেরি সম্প্রতি অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে বাগদান ভেঙেছেন। এই দম্পতির রয়েছে এক কন্যা সন্তান, ডেইজি ডোভ। অন্যদিকে, জাস্টিন ট্রুডো ২০২৩ সালের আগস্টে স্ত্রী সোফি গ্রেগোয়ারের সঙ্গে ১৮ বছরের দাম্পত্যজীবনের ইতি টানেন। তাদের তিন সন্তান-জেভিয়ার, এলা গ্রেস ও হাদ্রিয়েন।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com