weather ২২.৯৯ o সে. আদ্রতা ৮৩% , রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কাজলের নামের আগেপিছে কিছু নেই কেন?

প্রকাশ : ০৯-০৪-২০২৫ ১২:০৯

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত রাইজিং ভারত সামিট-২০২৫ অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন। সেখানে তিনি নিজের সম্পর্কে এমন একটি কথা ফাঁস করেন; যা জানার আগ্রহ ভক্তদের দীর্ঘদিন ধরেই ছিল৷

এসময় কাজল নামের সঙ্গে তার পদবি ব্যবহার না করার সিদ্ধান্তের কথা বলতে গিয়ে জানান, তিনি পরিবারের উত্তরাধিকারের চাপ এড়াতে এটি করেছিলেন।

অভিনেত্রী জানান, যখন তিনি বলিউডে পা রাখছিলেন, তখন তার মা তনুজা তার পদবি ব্যবহার সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন এবং দাদা-দাদুর বংশের কথাও বলেছিলেন।

তবে কাজল বলেছিলেন, তিনি নিজের প্রতি সৎ থাকতে চান এবং বংশের বোঝা বহন করতে চান না, তাই তিনি কেবল তার প্রথম নাম ‘কাজল’ ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আশা করেছিলেন, এটি তাকে অপ্রয়োজনীয় প্রত্যাশা এড়াতে সাহায্য করবে।

রাইজিং ভারত সামিট ২০২৫-এ কাজল বলেন, এটি একান্ত নিজের পছন্দ ছিল। কিন্তু তারপর থেকে এখনও আমি অনুভব করেছি যে আমি কারোর পক্ষ নিতে চাইনি।

তিনি আরো বলেন, আমি নিজের প্রতি সৎ থাকতে চেয়েছিলাম, বংশের বোঝা চাইনি। তাই আমি ভেবেছিলাম যদি আমি কেবল কাজল নামে পরিচিত হই, তাহলে হয়তো আমার উপর এত চাপ থাকবে না।

কাজল চলচ্চিত্র জগতের একটি বিশিষ্ট পরিবার থেকে এসেছেন। তিনি প্রবীণ অভিনেত্রী তনুজা এবং চলচ্চিত্র পরিচালক শোমু মুখার্জির কন্যা। তার দিদা শোভনা সমর্থও একজন অভিনেত্রী ছিলেন এবং তা কুমারসেন একজন চলচ্চিত্র পরিচালক ছিলেন। এদিকে তার পিতামহ শশধর মুখার্জি, একজন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ছিলেন।

কাজলকে পরবর্তীতে কায়োজ ইরানির ছবি ‘সারজামিন’-এ দেখা যাবে। যেখানে সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খানও অভিনয় করবেন। তার অভিনীত বিশাল ফুরিয়া পরিচালিত ‘মা’ ছবিটি ২০২৫ সালের ২৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ ‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই