weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৭৯% , শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কানের লাল গালিচায় দ্যুতি ছড়ালেন জোলি

প্রকাশ : ১৮-০৫-২০২৫ ১২:১০

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
জমজমাটভাবে এগিয়ে চলেছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ- ৭৮তম কান চলচ্চিত্র উৎসব। এই উৎসবেই ১৪ বছর পর লালগালিচায় ফিরে এসে আলোড়ন তুলেছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। তার প্রত্যাবর্তনের মুহূর্তটি ছিল ইতিহাস, গ্ল্যামার আর আবেগে ভরপুর।

শুক্রবার (১৬ মে) কান উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত ওয়েস্টার্ন ঘরানার ভৌতিক ছবি ‘এডিংটন’-এর প্রিমিয়ারে উপস্থিত হয়েছিলেন জোলি। এটি পরিচালনা করেছেন ‘হেরেডিটারি’ খ্যাত নির্মাতা আরি অ্যাস্টার। সিনেমাটির প্রধান অভিনয়শিল্পীদের মধ্যে ছিলেন হোয়াকিন ফিনিক্স, অস্টিন বাটলার, পেড্রো প্যাসক্যাল এবং এমা স্টোন। আর সেই তারকাবহুল লালগালিচায় বিশেষ শুভেচ্ছাদূত হিসেবে হাঁটেন অ্যাঞ্জেলিনা জোলি-চেনা ভঙ্গিমায়, অনন্য সৌন্দর্যে।

আন্তর্জাতিক বিনোদনমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, অ্যাঞ্জেলিনা জোলি এদিন হাজির হন এক অপূর্ব চ্যাম্পেইন রঙের অফ-শোল্ডার বাস্টিয়ার গাউনে। হালকা ঘের দেওয়া পোশাকটি ছিল সূক্ষ্ম সূচিকর্মে সাজানো। সঙ্গে ছিল শপার্ড ব্র্যান্ডের হীরার গয়না, যা তার লুককে আরো রাজকীয় করে তোলে। তার উপস্থিতি মুহূর্তেই আলো কেড়ে নেয় উৎসবের।

এই প্রত্যাবর্তন শুধু সাজ-পোশাকে নয়, একটি ঐতিহাসিক আবহে মোড়ানো। সর্বশেষ ২০০৮ সালে কান উৎসবে অংশ নিয়েছিলেন জোলি, যখন তিনি গর্ভে ধারণ করছিলেন তার যমজ সন্তান নক্স ও ভিভিয়েনকে। সেবার তার পাশে ছিলেন সাবেক জীবনসঙ্গী ব্র্যাড পিট, আর তিনি পরেছিলেন ফরাসি ব্র্যান্ড জেরার দারে-এর ডিজাইন করা একটি পিস্টাচিও-সবুজ গাউন। এরপর কেটে গেছে দীর্ঘ ১৪ বছর। এবার তার উপস্থিতি যেন এক নান্দনিক পুনর্জন্মের মতো।

অ্যাঞ্জেলিনা জোলির এই ফিরে আসা নতুন কোনও ছবির প্রচারের অংশ নয়, বরং এক নিখাদ শিল্পসম্মান ও স্মৃতির পুনরুজ্জীবন। কান উৎসবের মতো মর্যাদাপূর্ণ মঞ্চে তার এমন দ্যুতিময় উপস্থিতি প্রমাণ করে, সময় পেরিয়ে গেলেও কিছু নাম কখনোই ম্লান হয় না।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ করা যাচ্ছে না আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ করা যাচ্ছে না রাজবাড়ীর গোয়ালন্দে কবর থেকে তুলে পোড়ানো হলো ‘নুরাল পাগলা’র লাশ রাজবাড়ীর গোয়ালন্দে কবর থেকে তুলে পোড়ানো হলো ‘নুরাল পাগলা’র লাশ হাতকড়া-শিকল পরিয়ে আরো ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র হাতকড়া-শিকল পরিয়ে আরো ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র গাজায় মানবিক সংকট দ্রুত শেষ করতে ৪ হাজার বিজ্ঞানীর বিবৃতি গাজায় মানবিক সংকট দ্রুত শেষ করতে ৪ হাজার বিজ্ঞানীর বিবৃতি চড়া বাজারে ক্রেতাদের অস্বস্তি চড়া বাজারে ক্রেতাদের অস্বস্তি