weather ২২.৯৯ o সে. আদ্রতা ৮৩% , রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কানে কটাক্ষের শিকার উর্বশী রাউতেলা

প্রকাশ : ১৪-০৫-২০২৫ ১৬:০৯

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
ফ্রান্সের কান শহরের পালে দ্য ফেস্টিভ্যাল ভবনে বসেছে কানের ৭৮তম আসর। বিশ্বের সিনেমাপ্রেমীরা পৌঁছে গেছেন কান সমুদ্রসৈকতে। সেখানে বিশ্বের অভিনয়শিল্পী, নির্মাতা ও প্রযোজকদের মিলনমেলা শুরু হয়েছে। 

এবার ভারত থেকেও কানে গেছেন অনেক তারকা। তাদেরই একজনকে কানের প্রথম দিন দেখা গেছে রেড কার্পেটে। তবে নিজের লুক দিয়ে ফ্যাশনপ্রেমীদের মন জয় করতে পারেননি সেই ভারতীয় অভিনেত্রী।

২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় ভিন্ন রূপেই ধরা দিয়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। অফ শোল্ডার গাউন, তাতে নানা রঙের মিলমিশ। কানেও ছিল মানানসই দুল। হাতে ছিল প্রায় সাড়ে চার লাখ টাকার ক্লাচ। চোখে নীল রঙের আইশ্যাডো। হেয়ারস্টাইলের কায়দাও বেশ নাটকীয়তার ছোঁয়া। সেই সঙ্গে ক্রিস্টালের হেয়ারব্যান্ড।

কিন্তু উর্বশীর এই সাজে প্রশংসার বদলে জুটছে সমালোচনা। কান উৎসবে ভিন্ন সাজে নিজেকে জাহির করে শুনছেন কটাক্ষ।

অভিনেত্রীর এই অতিরিক্ত রূপসজ্জা দেখে ধেয়ে আসছে একের পর এক নেতিবাচক কমেন্ট। কেউ লিখলেন, ‘জঘন্য সাজ।’ কেউ আবার লিখলেন, ‘উর্বশীকে এড়িয়ে যাওয়াই ভালা হবে।’ অনেকে আবার ‘এআই’ বলে বিদ্রুপও করেন। বেশিরভাগ ফ্যাশনপ্রেমী যে পছন্দ  করতে পারছেন না উর্বশীর এই সাজসজ্জা, তা তারা মন্তব্য করে বুঝিয়ে দিয়েছেন।

এবারের কান চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো আলিয়া ভাটের অংশ নেওয়ার কথা ছিল, তবে তিনি যাচ্ছেন না। কাশ্মীরে হামলার পর ভারতে বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে, তা মাথায় রেখে কানে যাওয়া বাতিল করেছেন তিনি।

তবে বরাবরের মতো কানে থাকবেন ঐশ্বরিয়া রাই বচ্চন, এমনটিই আশা তার অনুরাগীদের। এ ছাড়া জাহ্নবী কাপুর, ইশান খাট্টার, প্রযোজক করণ জোহর ও নির্মাতা নীরাজ গাইওয়ানও থাকবেন উৎসবে। থাকবেন লাপাতা লেডিসের অভিনেত্রী নিতানশি গোয়েল।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ ‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই