weather ৩২.৯৯ o সে. আদ্রতা ৩৮% , বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

কেউ মনে রাখবে না: আমির খান

প্রকাশ : ২৪-০৩-২০২৫ ১১:৫৩

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
বলিউডের তিন স্তম্ভ শাহরুখ, সালমান ও আমির। এই তিন খান অনেকদিন ধরে বলিউড শাসন করছেন। প্রথমজন ‘বাদশাহ’, দ্বিতীয়জন ‘ভাইজান’ আর তৃতীয়জন ‘মি. পারফেকশনিস্ট’ তকমা কুড়িয়েছেন সিনেপ্রেমীদের কাছ থেকে।

তবে এখন সাফল্যের চূড়ায় থাকলেও ভবিষ্যতে তাদের মনে রাখবে না কেউই, এমনটিই মনে করেন আমির খান।

সম্প্রতি ইনস্ট্যান্ট বলিউডকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির খান বলেন, ‘আমরাই শেষ তারকা, এটি একেবারেই ঠিক নয়। বর্তমান বা ভবিষ্যৎ প্রজন্মের অভিনেতারাও নিজেদের জায়গা করে নেবেন। আমাদের পরেও অনেকেই আসবেন, যারা বলিউডকে এগিয়ে নিয়ে যাবেন।’

সময়ের সঙ্গে সবকিছু বদলায়, এই প্রসঙ্গ তুলে আমির বলেন, ‘একদিন আসবে, যখন আমাদের কথাও কেউ মনে রাখবে না। হয়তো এখন শুনতে অবাক লাগছে, কিন্তু এটিই বাস্তব। আমাদের আগের প্রজন্মের ক্ষেত্রেও এমনটাই হয়েছে। সময় কারোর জন্য থেমে থাকে না, সবকিছু বদলাতেই থাকে।’

শাহরুখ ও সালমানের সঙ্গে কাজ করা নিয়ে আমির জানান, একটি প্রজেক্টের বিষয়ে আলোচনা চলছে। তিনি বলেন, ‘সিনেমা হিট হবে না ফ্লপ, তা জানা নেই। তবে আমাদের তিনজনকে একসঙ্গে পর্দায় দেখে দর্শকরা খুশি হবেন, এটি নিশ্চিত বলতে পারি।’

বর্তমানে আমির ব্যস্ত ‘সিতারে জামিন পার’ সিনেমার শুটিং নিয়ে। ‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার তিন বছর এই সিনেমা দিয়ে ফিরছেন আমির।

ব্যক্তিগত জীবনেও নতুন সম্পর্কের কারণে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন আমির। সালমান খান এখন অপেক্ষায় তার আসন্ন সিনেমা ‘সিকান্দার’ মুক্তির। এই অ্যাকশন ড্রামায় দেখা যাবে রাশমিকা মান্দানা, কাজল আগরওয়াল, প্রতীক বাব্বর, শর্মন জোশী এবং সত্যরাজকে। সিনেমাটি মুক্তি পাবে ৩০ মার্চ। অন্যদিকে, শাহরুখ খান ব্যস্ত সময় কাটাচ্ছেন তার আসন্ন সিনেমা ‘কিং’ নিয়ে। এতে মেয়ে সোহানা খানের সঙ্গে দেখা যাবে বলিউড বাদশাকে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদ রবিবার সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদ রবিবার বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ২৫ দশমিক ৪৪ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ২৫ দশমিক ৪৪ বিলিয়ন ডলার ছত্তিশগড়ে অভিযানে ১৬ মাওবাদী গেরিলা নিহত ছত্তিশগড়ে অভিযানে ১৬ মাওবাদী গেরিলা নিহত নাটোরে পুরাতন ডিসি বাংলোতে সংসদ নির্বাচনের ১০০ বস্তা ব্যালট পেপার নাটোরে পুরাতন ডিসি বাংলোতে সংসদ নির্বাচনের ১০০ বস্তা ব্যালট পেপার রবিবার জানা যাবে বাংলাদেশে কবে ঈদ রবিবার জানা যাবে বাংলাদেশে কবে ঈদ