weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৭৪% , বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কোটি টাকার থিম সংয়ে স্পর্শিয়া

প্রকাশ : ২৮-১২-২০২৪ ১১:৫০

ছবি : সংগৃহীত

বিনোদন প্রতিবেদক
অনেকটাই চমকে দিলেন অর্চিতা স্পর্শিয়া। জানান দিলেন কোটি টাকার থিম সংয়ে তার উপস্থিতির কথা। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকালে অভিনেত্রী প্রকাশ করেছেন একটি স্থিরচিত্র। যেটি ধারণ করা হয়েছে সেই থিম সংয়ের সেট থেকে। ক্যাপশনে লিখে দেন, ‘লোডিং...। ঢাকা ক্যাপিটালস!’


জানান দিলেন, আসন্ন বিপিএল আসরে তার চোখ ধাঁধানো উপস্থিতির খবর।স্পর্শিয়া বলেন, ‘শুটিং শেষ। ৩০ ডিসেম্বর প্রকাশ পাচ্ছে আমাদের দলের থিম সং। আমি মনে করি, এবারের আসরে সেরা থিম সং হতে যাচ্ছে এটি। আর দল হিসেবেও আমরা অর্জন করবো শ্রেষ্ঠত্বের ট্রফি।’

অনেকেই জানেন, তবু বলা। ঢাকা ক্যাপিটালসের মাধ্যমে প্রথমবার বিপিএল আসরে যুক্ত হলেন ঢালিউডের প্রধান নায়ক শাকিব খান। তার নেতৃত্বে এই দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন অর্চিতা স্পর্শিয়াসহ একঝাঁক তারকা। 

আগেই ঘোষণা হয়েছে, কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে দলটির থিম সং। অবশেষে সেটি মুক্তির দ্বারপ্রান্তে এখন।স্পর্শিয়া জানান, এটি বিএফডিসিতে সেট ফেলে নির্মাণ করেছেন রাকিব আহমেদ। 

আর তাতে স্পর্শিয়া ছাড়াও থাকছেন খোদ শাকিব খান, বিদ্যা সিনহা মিম, ইরফান সাজ্জাদ, পূজা চেরী, ইমনসহ শতাধিক সহশিল্পী। থাকছেন দলের খেলোয়াড়রাও। গানটি তৈরি করেছেন প্রীতম হাসান।

বলা দরকার, এর মধ্যে এবারের বিপিএল আসরের উদ্বোধনী আসর অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১তম আসর শুরু হবে ৩০ ডিসেম্বর থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। মোট দল ৭টি। ৪৬ ম্যাচের এই টুর্নামেন্ট শেষ হবে আগামী বছর ৭ ফেব্রুয়ারি। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

৯ সেপ্টেম্বরেই হবে ডাকসু নির্বাচন : আপিল বিভাগ ৯ সেপ্টেম্বরেই হবে ডাকসু নির্বাচন : আপিল বিভাগ আগস্টে সড়কে ঝরেছে ৫০২ প্রাণ, আহত ১২৩২ : বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আগস্টে সড়কে ঝরেছে ৫০২ প্রাণ, আহত ১২৩২ : বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি ডাকসুর নারী প্রার্থীকে ‘গণধর্ষণের’ হুমকিদাতা আলী হুসেনকে বহিষ্কার করল ঢাবি ডাকসুর নারী প্রার্থীকে ‘গণধর্ষণের’ হুমকিদাতা আলী হুসেনকে বহিষ্কার করল ঢাবি তিয়েনানমেনের প্যারেড : কিম-পুতিনকে নিয়ে যে বার্তা দিলেন সি তিয়েনানমেনের প্যারেড : কিম-পুতিনকে নিয়ে যে বার্তা দিলেন সি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘিরে উত্তেজনা, সুন্দরগঞ্জে ১৪৪ ধারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘিরে উত্তেজনা, সুন্দরগঞ্জে ১৪৪ ধারা