weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৭৪% , শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ক্যানসারের চিকিৎসার মাঝেই অভিনয়ে আসছেন হিনা খান

প্রকাশ : ২৭-১২-২০২৪ ১২:৫১

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক
ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন ধরে লড়ছেন ভারতীয় অভিনেত্রী হিনা খান। তার এই লড়াই এখন বহু মানুষের জন্য যে অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে তা বলাই যায়। কেননা এই মরণব্যাধি কোনোভাবেই দমিয়ে রাখতে পারেনি তাকে।  

কেমোর যন্ত্রণার মাঝেও কাজ করে গেছেন তিনি। কখনো মার্জার সরণীতে হেঁটেছেন, কখনো আবার ফোটোশুটে মেলে ধরেছেন নিজেকে। আর এবার পাকাপাকিভাবে কাজে ফিরছেন হিনা।

ছোট পর্দা থেকে পরিচিতি হিনার এবার প্রত্যাবর্তন ঘটছে ওটিটি প্লাটফর্মে। ‘গৃহলক্ষ্মী’ নামে আসন্ন এক ওয়েব সিরিজ়ে কাজ করছেন হিনা। এই সিরিজ়ে রয়েছে টিকে থাকার লড়াইয়ের কথা। হিনা ছাড়াও এতে অভিনয় করছেন চাঙ্কি পাণ্ডে, দিব্যেন্দু ভট্টাচার্য ও রাহুল দেব।

সম্প্রতি একটি ইনস্টাগ্রাম পোস্টে হিনা জানিয়েছেন, শেষ ১৫-২০ দিনের সফর তার কাছে অত্যন্ত কঠিন ছিল। কতটা কঠিন, তার ব্যাখ্যা করে হিনা লিখেছেন, ‘শারীরিক এবং মানসিকভাবে কঠিনতম প্রতিকূলতা আসবে জানতাম। প্রতিকূলতার মাঝেও আমি ঠিক করে নিয়েছিলাম যাই হোক না কেন, যত বড়ই প্রতিকূলতা হোক, তার মুখোমুখি দাঁড়াব। যে শারীরিক বাধা এবং যে মানসিক যন্ত্রণা সহ্য করতে হয়েছে, তা বলার মতো নয়। কিন্তু তার সামনে হেরে যাওয়ার কোনো প্রশ্নই ছিল না। তাই আমি লড়াই করেছি। আর এখনো করছি।’

কয়েক মাস আগে ভারতীয় এই অভিনেত্রী জানান, তিনি তৃতীয় পর্যায়ের স্তন ক্যানসারে আক্রান্ত। এরপর থেকে নিজের চিকিৎসা, শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে নিয়মিতই ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন তিনি।  

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদ রবিবার সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদ রবিবার বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ২৫ দশমিক ৪৪ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ২৫ দশমিক ৪৪ বিলিয়ন ডলার ছত্তিশগড়ে অভিযানে ১৬ মাওবাদী গেরিলা নিহত ছত্তিশগড়ে অভিযানে ১৬ মাওবাদী গেরিলা নিহত নাটোরে পুরাতন ডিসি বাংলোতে সংসদ নির্বাচনের ১০০ বস্তা ব্যালট পেপার নাটোরে পুরাতন ডিসি বাংলোতে সংসদ নির্বাচনের ১০০ বস্তা ব্যালট পেপার রবিবার জানা যাবে বাংলাদেশে কবে ঈদ রবিবার জানা যাবে বাংলাদেশে কবে ঈদ