weather ২২.৯৯ o সে. আদ্রতা ৮৩% , রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চোখের ইশারায় কাবু করা সেই তরুণী প্রিয়া প্রকাশ কোথায়?

প্রকাশ : ১৩-০২-২০২৫ ১১:৪০

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
কয়েক সেকেন্ডের একটি ভিডিও, মাত্র একটি চোখের ইশারা— এই সামান্য মুহূর্তই রাতারাতি একজন তরুণীকে ক্রাশ বানিয়ে দিয়েছিল ভারতে।

২০১৮ সালের কথা। তখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল একটি ক্লিপ। সেই ভিডিওর সাত বছর পর ওই তরুণীর চেহারা, ক্যারিয়ার, এমনকি জীবনযাত্রাও বদলে গেছে অনেকটাই!

২০১৮ সালে মালয়ালম ছবি ‘ওরু আদার লাভ’-এর একটি গানের দৃশ্যেই প্রথম নজরে আসেন প্রিয়া প্রকাশ ভারিয়ার। মাত্র কয়েক সেকেন্ডের চোখের ইশারা আর হালকা হাসির অভিব্যক্তি মুহূর্তেই তাকে জনপ্রিয়তার শিখরে তুলে দেয়।

ভিডিওটি ভাইরাল হতে মাত্র কয়েক ঘণ্টা লেগেছিল, এরপরই প্রিয়া রাতারাতি হয়ে যান ইন্টারনেট সেনসেশন। প্রিয়া প্রকাশ ভারিয়ারের সেই চোখের ইশারার সাত বছর কেটে গেছে, তখন ১৮ বছরের তরুণী এখন পচিশে পা রেখেছেন। আগের তুলনায় অনেক বেশি পরিপক্ব ও গ্ল্যামারাস হয়ে উঠেছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় তার সাম্প্রতিক ছবি ও ভিডিও দেখে অনুরাগীরা বিস্মিত! অনেকেই বলছেন, প্রিয়া এখন আগের চেয়ে অনেক বেশি সুন্দরী ও আত্মবিশ্বাসী। কেমন চলছে তার ক্যারিয়ার? ‘ওরু আদার লাভ’-এর পর প্রিয়া বলিউডেও কাজ করেছেন। ‘শ্রীদেবী বাংলো’ এবং ‘লাভ হ্যাকস’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন।

পাশাপাশি বিভিন্ন মিউজিক ভিডিওতে কাজ করেছেন, যেখানে প্রিয়াকে একদম নতুন লুকে দেখা গিয়েছে। বলিউডের পাশাপাশি দক্ষিণী সিনেমাতেও তিনি এখন বেশ জনপ্রিয় মুখ।

ভবিষ্যতে কী পরিকল্পনা প্রিয়ার? বলিউডে আরো শক্ত অবস্থান গড়ে তুলতে চান তিনি। মালয়ালম, তামিল এবং তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে বড় প্রোজেক্টের জন্য কাজ করছেন। অভিনয়ের পাশাপাশি মডেলিং ও বিজ্ঞাপনের দুনিয়াতেও তার জনপ্রিয়তা বাড়ছে।

প্রিয়ার জাদু এখনো অমলিন! একটা ছোট্ট চোখের ইশারা বদলে দিয়েছিল তার জীবন! সেই স্মৃতি নস্টালজিয়া হয়ে থেকে গেছে মানুষের মনে।

কিন্তু প্রিয়া নিজেকে শুধু এক মুহূর্তের জনপ্রিয়তার মধ্যে আটকে রাখেননি, বরং নিজেকে নিত্যনতুনভাবে গড়ে তুলছেন, আর নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হচ্ছেন! 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ ‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই