weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৯% , শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ইজারাপ্রথা বাতিলের দাবি

জলমহালের মালিকানা ধনিকশ্রেণির হাতে চলে গেছে

প্রকাশ : ১২-০১-২০২৫ ০০:২৪

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
জলমহালের মালিকানা ধনিকশ্রেণির হাতে চলে গেছে বলে এ সংক্রান্ত অনুষ্ঠানে মন্তব্য করেছেন বক্তারা। শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) অডিটরিয়ামে আয়োজিত ‘জমহালের ইজারাপ্রথা বাতিল ও বিকল্প ব্যবস্থাপনা’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তারা। এ সময় বক্তারা জলমহালের ইজারাপ্রথা বাতিল করে জেলেদের অধিকার মৎস্যসম্পদ সংরক্ষণে বিকল্প ব্যবস্থাপনার সুপারিশ করেন।

জলমহাল প্রকৃত জেলেদের কাছে ফিরিয়ে দেওয়ার আন্দোলনের অংশ হিসেবে এ আলোচনা সভার আয়োজন করে হাওর অঞ্চলবাসী ও রাষ্ট্রচিন্তা নামের সংগঠন।

হাওর অঞ্চলবাসীর প্রধান সমন্বয়ক ড. হালিম দাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম।

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন হাওর পরিবেশ বিশেষজ্ঞ এবং ভূতত্ত্ববিদ ও যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. খালেকুজ্জামান, মৎস্যবিজ্ঞানী ড. সৈয়দ আলী আজহার, বাংলাদেশ কৃষক সমিতির সাধারণ সম্পাদক আবিদ হোসেন, বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাংগঠনিক সম্পাদক শেখ নাসির, জেলে ফেডারেশনের নেতা হরিপদ দাস। 

হাসনাত কাইয়ূম বলেন, জলমহালের মুনাফাকেন্দ্রিক ইজারাপ্রথা প্রান্তিক জেলেদের জন্য উৎপাত হিসেবে হাজির হয়েছে। খোলা জলমহালকে বদ্ধ জলমহাল দেখিয়ে ইজারা দেয় জেলা প্রশাসন। এটা অবশ্যই বন্ধ করতে হবে এবং জলমহাল জেলেদের ফিরিয়ে দিতে হবে।

ড. আলী আজহার বলেন, জেলে সমিতিতে বেশির ভাগই প্রকৃত জেলে নয়। ইজারা নেওয়ার ক্ষেত্রে প্রকৃত জেলেরা অর্থনৈতিক সংকটের কারণে প্রতিযোগিতায় টিকতে পারে না। তাদের অধিকার নিশ্চিত করতে হলে এ সংক্রান্ত নীতিমালা পাল্টাতে হবে। মাছের বংশ বিস্তারে অভয়াশ্রম গড়ে তুলতে হবে।

ড. খালেকুজ্জামান বলেন, নদীকে খণ্ডিত করলে ইজারা দিতে ও পেতে সুবিধা। এটি একটি দুষ্ট চক্রের কৌশল। ইজারা প্রথা সংস্কার করে এ ধরনের দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে।

মৎস্যজীবী শুমারির দাবি জানিয়ে আবিদ হোসেন বলেন, সমস্ত ইজারা বাতিল করে জাতীয় সংগঠন গড়তে হবে যাতে সবাই কাজ পায়। শেখ নাসির বলেন, ইজারা জেলে ও কৃষকের গলার কাটা। প্রকৃত জেলেদের তালিকা করে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে। মৎস্যজীবী সমবায় সমিতিকে শক্তিশালী করার আহ্বান জানান প্রকৌশলী ড. তোফায়েল আহমেদ এবং এ ধরনের উদ্যোগ বাস্তবায়নের জন্য আরো ওয়ার্কশপ করার আহ্বান জানান বাপা তিস্তা নদী রক্ষা কমিটির ফরিদুল ইসলাম।

এ ছাড়া ইজারাপ্রথা বাতিল করে বিকল্প ব্যবস্থাপনার জন্য বেশ কিছু সুপারিশ করেন বক্তারা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাষ্ট্রচিন্তা জার্নালের সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আর রাজী। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

আরো পাঁচদিন বৃষ্টির শঙ্কা, কমবে দিনের তাপমাত্রা আরো পাঁচদিন বৃষ্টির শঙ্কা, কমবে দিনের তাপমাত্রা রাজধানীর শ্যামলীতে ছিনতাই: চাপাতি-বাইকসহ গ্রেপ্তার ৩ রাজধানীর শ্যামলীতে ছিনতাই: চাপাতি-বাইকসহ গ্রেপ্তার ৩ উদীচী সভাপতি বদিউর রহমান মারা গেছেন উদীচী সভাপতি বদিউর রহমান মারা গেছেন ইরাকের শপিংমলে ভয়াবহ আগুনে ৫০ জনের মৃত্যু ইরাকের শপিংমলে ভয়াবহ আগুনে ৫০ জনের মৃত্যু থমথমে গোপালগঞ্জে চলছে কারফিউ, যৌথবাহিনীর হাতে আটক ১৪ থমথমে গোপালগঞ্জে চলছে কারফিউ, যৌথবাহিনীর হাতে আটক ১৪