weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৯% , শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জেন-জিদের নিয়ে যা বললেন মাধুরী দীক্ষিত

প্রকাশ : ০৭-০১-২০২৫ ১১:৩১

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক
বলিউডের শেষ নারী সুপারস্টার বলা হয় মাধুরী দীক্ষিতকে। তার অভিনয়, সৌন্দর্য আপামর সিনেমাপ্রেমীদের আজও মুগ্ধ করে। কিছুদিন আগে ভুল ভুলাইয়া ৩ ছবিতে নাচে-অভিনয়ে মাতালেন তিনি। সম্প্রতি এক অনুষ্ঠানে বলিউড ও নিজের ক্যারিয়ার নিয়ে কিছু কথা বলেছেন মাধুরী।

‘দ্য ফেম গেম’, ‘মজা মা’, ‘ভুল ভুলাইয়া ৩’-এ নতুন প্রজন্মের একাধিক অভিনেতার সঙ্গে কাজ করেছেন মাধুরী। তাদের সঙ্গে কাজ করা প্রসঙ্গে অভিনেত্রীর ভাষ্য, ‘নতুনদের সঙ্গে কাজ করা মানে নতুন অভিজ্ঞতা আর নতুন কিছু শেখা। 

আমি মনে করি, এ প্রজন্মের অভিনেতারা কাজের প্রতি দারুণ নিবেদিত আর নিয়মানুবর্তিতার মধ্যে থাকে। সময়কে ওরা খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারে।’ ইদানীং বলিউডে নারীকেন্দ্রিক ছবির সংখ্যা বেড়েছে। ছবি বা সিরিজের চিত্রনাট্যে পুরুষের পাশাপাশি নারীকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব নিয়েও কথা বলেন মাধুরী, ‘একটা সময় ছিল যখন নারীরা সাইডলাইনে থাকতেন। 

বিশ্বাস করুন, তাদের ছবিতে রাখা হতো শুধু চোখের শান্তির জন্য। কিন্তু ধীরে ধীরে দিন বদলাচ্ছে। ৪০-৬০-এর দশকে যখন গুরু দত্তের মতো পরিচালকেরা ছিলেন, তখন নারীরা তাদের দুনিয়ার কেন্দ্রবিন্দুতে থাকতেন। কিন্তু তারপর অনেক কিছু বদলে যায়। এরপর একটা সময় এল, আমরা যখন আবার পর্দায় শুধু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য থাকতাম।

 তবে ৯০-এ আবার বদল দেখা যায়। আমি সত্যিই ভাগ্যবতী যে একাধিক শক্তিশালী নারী চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি। ছবি নির্মাণ সত্যি অনিশ্চিত, কিন্তু মেয়েরা এখন ভালো ভালো চরিত্রে অভিনয়ের সুযোগ পাচ্ছেন।’

মাধুরী উদাহরণ দিলেন, ‘জিগরা’র মতো ছবিতে যেখানে বোন তার ভাইকে উদ্ধার করতে যাচ্ছে। এটি প্রমাণ করে যে অভিনেত্রীদের চরিত্রে কতটা বদল আসছে। আমাদের ইন্ডাস্ট্রিতে এখন এমন কিছু পরিচালক আছেন, যারা তথাকথিত চিন্তা-ভাবনার বাইরে হাঁটতে জানেন। কিন্তু এ রকম আরো পরিচালকের প্রয়োজন এখন। আমাদের ইন্ডাস্ট্রিতে আরো অনেক ক্ষেত্রে বদলের প্রয়োজন।

অভিনেত্রী বলেন, ‘জেন-জিদের সঙ্গে আমার যখনই দেখা হয়, মনে হয়, তারা খুব স্মার্ট। অনেক কিছু জানেন। তারা জীবনের সব অভিজ্ঞতা ভাগ করে নিতে জানেন। সোশ্যাল মিডিয়া তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। জেন–জিদের থেকে অনেক কিছু শিখতে পারি। আমার ছেলেরাও অনেক কিছু জানে।’

দীর্ঘ অভিনয়জীবনে বড় বড় তারকার সঙ্গে কাজ করেছেন মাধুরী। এখনো কারো সঙ্গে কাজ করার ইচ্ছা হয়? মাধুরী বলেন, ‘এখনো এমন অনেক অভিনেতা আছেন, যাদের সঙ্গে আমার কাজ করা হয়নি। বিশেষ করে বেশ কিছু তরুণ অভিনেতা আছে, যারা দুর্দান্ত কাজ করছেন।’

 পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

আরো পাঁচদিন বৃষ্টির শঙ্কা, কমবে দিনের তাপমাত্রা আরো পাঁচদিন বৃষ্টির শঙ্কা, কমবে দিনের তাপমাত্রা রাজধানীর শ্যামলীতে ছিনতাই: চাপাতি-বাইকসহ গ্রেপ্তার ৩ রাজধানীর শ্যামলীতে ছিনতাই: চাপাতি-বাইকসহ গ্রেপ্তার ৩ উদীচী সভাপতি বদিউর রহমান মারা গেছেন উদীচী সভাপতি বদিউর রহমান মারা গেছেন ইরাকের শপিংমলে ভয়াবহ আগুনে ৫০ জনের মৃত্যু ইরাকের শপিংমলে ভয়াবহ আগুনে ৫০ জনের মৃত্যু থমথমে গোপালগঞ্জে চলছে কারফিউ, যৌথবাহিনীর হাতে আটক ১৪ থমথমে গোপালগঞ্জে চলছে কারফিউ, যৌথবাহিনীর হাতে আটক ১৪