weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৯% , সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

জ্বরে আক্রান্ত অভিনেত্রী রুক্মিণী

প্রকাশ : ২৩-০৮-২০২৫ ১৬:৪৫

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
দীর্ঘ সময় পর একসঙ্গে দেব-শুভশ্রী জুটি। তাদের সিনেমা ‘ধূমকেতু’ মুক্তি পেয়েছে। বিষয়টিকে কীভাবে দেখছেন রুক্মিণী, বিশেষ সাক্ষাৎকারে অভিনেত্রীকে এ প্রশ্ন করা হয়। তিনি বলেন, আমার অনুভূতি মোটেও খারাপ নয়। ২০২৫ সালে দাঁড়িয়ে এমন দৃষ্টিকোণ আসলেই হতাশাজনক। কারণ এ পেশায় আমরা সবাই প্রফেশনাল। পেশাগত কাজে যদি এমন দৃষ্টিভঙ্গি তৈরি হয় তাহলে আমরা অনেক পিছিয়ে আছি, মনে করছি। তবে শারীরিকভাবে কিছুটা অসুস্থ এই অভিনেত্রী।

অনেক দিন হল ‘হাঁটি হাঁটি পা পা’ ছবির কাজ শেষ করেছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। তার পর আর কোনো নতুন ছবির ঘোষণা দেননি। এরই মাঝে অসুস্থ হয়ে পড়লেন নায়িকা।

চোখে, মুখে ক্লান্তির ছাপ। শরীর ভালো নেই অভিনেত্রী রুক্মিণী মৈত্রের। কখনো পায়ে চোট, কখনো আবার কাজের ব্যস্ততায় অনিয়ম হওয়ায় খুবই ভুগতে হয়েছে। কয়েক মাস আগে অসুস্থতার জন্য হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল তাকে। আবারো অসুস্থ হয়ে পড়েছেন নায়িকা। কখনো বৃষ্টি, কখনো গরমে ইদানীং অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। রুক্মিণীরও একই অবস্থা। ১০২ জ্বর।

সামাজিক যোগাযোগমাধ্যমে রুক্মিণী পোস্ট করে জানিয়েছেন, ‘ভাইরাল’ জ্বরে আক্রান্ত তিনি। ইন্ডাস্ট্রির অন্দরের আলোচনা, নায়িকা পাকাপাকি মুম্বাইয়ে থাকছেন এখন। সেখানে নাকি ওয়ার্কশপ করছেন। এমনিতেও মডেলিং এবং বিভিন্ন বিজ্ঞাপনের কাজে বহু দিন তাকে কাটাতে হয় মায়ানগরীতে। সেখানেই এ বার জ্বরে কাবু অভিনেত্রী।

দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পুরনো ছবি ‘ধূমকেতু’র মুক্তির সময় থেকে রুক্মিণীকে আলোচনা বেড়েছে। দর্শকের একাংশের দাবি, দেব-শুভশ্রী জুটি আবার কাছাকাছি আসায় বিরক্ত নায়কের বিশেষ বান্ধবী। যদিও এ সব আলোচনাকে থামিয়ে দিয়েছেন তারা নিজে।

‘ধূমকেতু’র প্রচারের দিন শুভশ্রীর স্বামী, পরিচালক রাজ চক্রবর্তী এবং দেবের বান্ধবী রুক্মিণীকে নানা ভাবে আক্রমণ করেছিল দর্শক। সেই পরিস্থিতিকে সামাল দিতে প্রকাশ্যে রাজ, শুভশ্রী এবং রুক্মিণীর কাছে ক্ষমা চেয়ে নেন প্রযোজক দেব। যদিও সম্প্রতি একটি গয়নার দোকানের উদ্বোধনে এসে রুক্মিণী জানিয়েছেন, তার কাছে ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই দেবের। স্পষ্ট করেছিলেন বাইরে যা আলোচনাই হোক না কেন, নায়কের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে কোনো প্রভাব পড়েনি অভিনেত্রীর।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ফের চবিতে সংঘর্ষ, প্রক্টরসহ আহত অনেকে ফের চবিতে সংঘর্ষ, প্রক্টরসহ আহত অনেকে নুর ভালো আছেন, তবে ব্যথা আছে: হাসপাতাল পরিচালক নুর ভালো আছেন, তবে ব্যথা আছে: হাসপাতাল পরিচালক এ সরকারের সময়ে ঢাকায় ১২৩ সংগঠনের ১৬০৪ বার অবরোধ : স্বরাষ্ট্র উপদেষ্টা এ সরকারের সময়ে ঢাকায় ১২৩ সংগঠনের ১৬০৪ বার অবরোধ : স্বরাষ্ট্র উপদেষ্টা বাসর রাতে নববধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, স্বামীসহ আটক ৭ বাসর রাতে নববধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, স্বামীসহ আটক ৭ বিসিবির নির্বাচনে অংশগ্রহণ করবেন তামিম ইকবাল বিসিবির নির্বাচনে অংশগ্রহণ করবেন তামিম ইকবাল