weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৬১% , রবিবার, ৬ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকায় পৃথক ঘটনায় দুই নারী ও এক কিশোরীর আত্মহত্যা

প্রকাশ : ০১-০৩-২০২৫ ১১:৪৯

ছবি : সংগৃহীত

পিপলসনিউজ ডেস্ক
রাজধানীতে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) পৃথক তিনটি ঘটনায় দুই নারী ও এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা সবাই ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।

লালবাগে নারীর মরদেহ উদ্ধার: লালবাগ থানার শহীদ নগর বালুঘাট জেএন শাহ রোড এলাকার একটি বাসায় মোছা. সাদিয়া আক্তার (২০) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নওশাদ বিষয়টি নিশ্চিত করে জানান, আত্মীয়দের সঙ্গে কথা বলে জানতে পারি পারিবারিক কলহের জেরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নেন সাদিয়া । তবু ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

হাতিরঝিল এলাকায় আরেক নারীর আত্মহত্যা: হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম জানান, শুক্রবার রাতে মীরবাগের একটি বাসার চার তলা থেকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সুমি আক্তার (২০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি আরো জানান, আশপাশের লোকের মুখে জানতে পারি, পারিবারিক কলহের জেরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সুমি । এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান। ডেমরায় কিশোরীর আত্মহত্যা: ডেমরার সারুলিয়ায় একটি টিনশেড বাসা থেকে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জুয়েল হোসেন জানান, আমরা খবর পেয়ে শুক্রবার রাত ১১টার দিকে ডেমরার সারুলিয়ায় একটি টিনশেড বাসার আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, স্বজনদের কাছে জানতে পারি, পারিবারিক কলহের জের ধরে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাত জেলায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ সাত জেলায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ খড়ের বিনিময়ে ধান কাটার উৎসব হচ্ছে কিশোরগঞ্জে খড়ের বিনিময়ে ধান কাটার উৎসব হচ্ছে কিশোরগঞ্জে গাজায় ইসরায়েলি হামলায় আরো ৮৬ ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায় আরো ৮৬ ফিলিস্তিনি নিহত ট্রাম্পের শুল্কনীতি বাংলাদেশের পোশাক শিল্পে বড় ধাক্কা: রয়টার্স ট্রাম্পের শুল্কনীতি বাংলাদেশের পোশাক শিল্পে বড় ধাক্কা: রয়টার্স এক লাখ ৮০ হাজার রোহিঙ্গা ফেরত যাওয়ার যোগ্য: মিয়ানমার এক লাখ ৮০ হাজার রোহিঙ্গা ফেরত যাওয়ার যোগ্য: মিয়ানমার