weather ৩৪.৯৯ o সে. আদ্রতা ৫৫% , সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ঢাবির জগন্নাথ হলের ভবন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশ : ১৪-০৭-২০২৫ ১১:৫৬

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের ভবন থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম সঞ্জয় বাড়াইক (২৮)। নৃবিজ্ঞানের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী তিনি।

সোমবার (১৪ জুলাই) চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ মো. মাসুদ। তিনি বলেন, ভোরে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টাফরা তাকে হাসপাতালে নিয়ে এসেছিলেন। এরপর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে তাদের কাছ থেকে শুনতে পেয়েছি।

জগন্নাথ হলের কর্মচারী মানিক কুমার দাস বলেন, ভোরে এক দারোয়ান তাকে ফোন করে জানান, জগন্নাথ হলের ভেতরে রাস্তার পাশে পড়ে রয়েছে ওই শিক্ষার্থী। সঙ্গে সঙ্গে তিনি সেখানে গিয়ে আরো কয়েকজন মিলে রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসেন। তবে তাকে বাঁচানো সম্ভব হয়নি।

তিনি বলেন, পরবর্তীতে হলের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ওই যুবক ভবন থেকে ওখানে পড়ে গেছেন। তবে কীভাবে পড়েছেন বা লাফ দিয়েছেন কিনা তা বলতে পারছি না।

সঞ্জয়ের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায়। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে নুরুল হক নুরকে : ঢামেক হাসপাতালের পরিচালক আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে নুরুল হক নুরকে : ঢামেক হাসপাতালের পরিচালক অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে, প্রশ্ন করলেন দেবপ্রিয় ভট্টাচার্য অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে, প্রশ্ন করলেন দেবপ্রিয় ভট্টাচার্য বাংলাদেশের ১৮ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি বাংলাদেশের ১৮ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ৮০০ আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ৮০০