তেজগাঁওয়ের ট্রাকস্ট্যান্ডে আগুন নিয়ন্ত্রণে, পুড়ল ৬ ট্রাক
প্রকাশ : ১২-০১-২০২৫ ০৯:২৬

ছবি : সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর তেজগাঁওয়ের ট্রাকস্ট্যান্ডে রবিবার (১২ জানুয়ারি) সকালে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে অন্তত ছয়টি ট্রাক পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে। আজ সকাল আটটার দিকে আগুন লাগে তেজগাঁও ট্রাকস্ট্যান্ডের একটি গ্যারেজে।
ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, আগুন লাগার ঘটনা জানার পাঁচ মিনিটের মধ্যেই সেখানে প্রথম দুটি, পরে আরো একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
প্রায় আধা ঘণ্টার মধ্যে সকাল সাড়ে আটটার পর সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ফায়ার সার্ভিসের জনসংযোগ বিভাগের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, ট্রাকস্ট্যান্ডের কাছে একটি গ্যারেজে আগুন লাগে।
এটি আসলে একটি দোকান। আগুন লাগার পর সেখানে থাকা ছয়টি ট্রাক পুড়ে গেছে। তবে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগু পুরোপুরি নির্বাপনে আরো কিছু সময় লাগবে।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com