weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৯% , শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ত্বকের চাকচিক্য ফেরাতে কী করেন অভিনেত্রী তামান্না ভাটিয়া

প্রকাশ : ০৩-০৮-২০২৫ ১০:৫১

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
ত্বকে দ্রুত চাকচিক্য আনতে অনেকেই নানা প্রসাধনী ব্যবহার করেন। টাকা খরচ করেও অনেকেই ত্বকে মনমতো ঔজ্জ্বল্য পান না। বর্তমানে আবার মেকআপ করেও কৃত্রিমভাবে চাকচিক্য বাড়ানোয় আগ্রহ কমেছে অনেকের। 

তবে অনেকে বিশ্বাস করে না, মেকআপ ছাড়া কীভাবে ত্বকের প্রকৃত ঔজ্জ্বল্য ফিরে আনা যায়। সম্প্রতি মেকআপ ছাড়া ত্বকে চাকচিক্য বৃদ্ধির রহস্য নিয়ে কথা বললেন বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া।

তামান্নার মতো মসৃণ ত্বক চান না, এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। তার ত্বকের এই কোমলতা ও উজ্জ্বলতার রহস্য জানতে চান অনেকে। তবে তামান্না নিজেই জানিয়েছেন, তিনি ঘরোয়া টোটকাই বেশি বিশ্বাস করেন। দামি প্রসাধনী ব্যবহারে তেমন আগ্রহ নেই তার। রাতারাতি ত্বকের চাকচিক্য ফেরাতে তামান্নার একটি বিশেষ টোটকা রয়েছে। তাহলে কী সেই টোটকা? সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমে এ কথা বলেন তিনি।

তামান্না জানিয়েছেন, কফি, মধু ও চন্দনগুঁড়ো দিয়ে একটি ঘরোয়া স্ক্রাবার তৈরি করা যায়। এক চামচ কফি, দুই চা চামচ মধু এবং দুই চামচ চন্দনগুঁড়ো মিশিয়ে ত্বকে লাগান। ১৫ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। 

এই স্ক্রাবার ত্বককে ভেতর থেকে নরম ও মোলায়ম করে তোলে, আর বাইরে থেকে ঝকঝকে করে। কফি, মধু ও চন্দনগুঁড়ো ত্বকের জন্য খুবই উপকারী এবং ত্বকের নানা সমস্যার সমাধান দেয়। সপ্তাহে অন্তত ২-৩ দিন এই স্ক্রাবার ব্যবহার করলে ত্বকের চাকচিক্য ফিরে আসা নিশ্চিত।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ আদালতের প্রতি আস্থা নেই বলে জামিন চাননি লতিফ সিদ্দিকী আদালতের প্রতি আস্থা নেই বলে জামিন চাননি লতিফ সিদ্দিকী ‘এবারের নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ’ ‘এবারের নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ’ পদচ্যুত হতে পারেন থাইল্যান্ডের বরখাস্ত প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা পদচ্যুত হতে পারেন থাইল্যান্ডের বরখাস্ত প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, শিক্ষক হাফিজুরসহ ১৬ জন কারাগারে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, শিক্ষক হাফিজুরসহ ১৬ জন কারাগারে